• লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহী এক ছাত্রীর
    এই সময় | ২৫ আগস্ট ২০২৪
  • লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সাইকেল আরোহী এক ছাত্রীর। রবিবার সকালে উত্তর চব্বিশ পরগনার হাবরা থানা এলাকার যশুরে ওই দুর্ঘটনা ঘটে। মৃত ছাত্রীর নাম ঈশিতা কুন্ডু। বছর আঠারো বয়সী ঈশিতা বারাসত গভর্নমেন্ট কলেজে প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি মারাকপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঈশিতা ও তাঁর এক বান্ধবী কোচিং ক্লাস থেকে পড়ে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। দুজনেই দক্ষিণ হাবরার দিক থেকে বদরের দিকে যাচ্ছিলেন।

    পুলিশ জানায়, সেই সময় পিছন দিক থেকে মাল বোঝাই ঈশিতাদের জোরে ধাক্কা মারে। ঈশিতার বান্ধবী রাস্তার বাঁ দিকে ছিটকে পড়েন। ট্রাকের চাকায় পিষ্ট হন ওই কলেজ ছাত্রী।

    স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনায় গুরুতর জখম ঈশিতাকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপরছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। ঈশিতার মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নামে।

    এদিকে, দুর্ঘটনার পরেই এলাকায় অবিলম্বে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে সোচ্চার হন এলাকার লোকজন। পুলিশ জানায়, যে লরিটি ঈশিতার ধাক্কা মারে সেটিকে আটক করা হলেও তার চালক পলাতক। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও, চালক পলাতক। চালকের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।
  • Link to this news (এই সময়)