• 'তিলোত্তমার অতৃপ্ত আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে', মহিলার ভিডিয়োয় চটল নেটপাড়া
    হিন্দুস্তান টাইমস | ২৫ আগস্ট ২০২৪
  • 'তিলোত্তমার অতৃপ্ত আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে'- আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং মৃত্যুর ঘটনার পরে এমনই একটি ভিডিয়ো পোস্ট করা হল সোশ্যাল মিডিয়ায়। যিনি ওই ভিডিয়ো পোস্ট করেছেন, সেই মহিলা দাবি করেছেন, ‘তিলোত্তমার আত্মা ছটফট করছে। বলছে যে আমায় মুক্তি দাও।’ সঙ্গে তিনি বলেন, ‘কেউ যদি তিলোত্তমাকে ফিল করতে পারো, তাহলে জানবে যে জীবনে অনেক-অনেক পূর্ণ করলে।’ আর সেই ভিডিয়োর তুমুল ক্ষোভপ্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। যিনি ভিডিয়ো পোস্ট করেছেন, তাঁর তুমুল সমালোচনা করেছেন। যদিও নিজের পোস্টে ভুল কিছু দেখছেন না ওই মহিলা। বরং যাঁরা তাঁর সমালোচনা করেছেন, তাঁদের ফুৎকারে উড়িয়ে দিয়ে তিনি দাবি করেছেন, ‘এসব ফালতু কথা বলবেন না।’

    গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তারপর থেকেই প্রতিবাদে নেমেছে পশ্চিমবঙ্গ-সহ পুরো ভারত। দেশের বাইরেও প্রতিবাদে সামিল হয়েছেন মানুষ। তারইমধ্যে ২০ অগস্ট সোশ্যাল মিডিয়ায় ‘তিলোত্তমার অতৃপ্ত আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে’ বলে একটি ভিডিয়ো পোস্ট করেন এক মহিলা। 

    আর তাতেই তুমুল ক্ষোভপ্রকাশ করেছেন নেটিজেনরা। সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইহকালে আর বিশেষ কিছু দেখা বাকি রইলনা!! মানে সিরিয়াসলি??’ একজন আবার ওই ভিডিয়োর কমেন্টেই লেখেন, ‘এখন এসব ফালতু গল্প তৈরি করার কোনও মানে হয়? অন্যান্য গল্প বলে টাকা রোজগার করুন না।’ একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘মানে নাটকের শেষ নেই। এত সংবেদনশীল বিষয় নিয়ে ভুলভাল বকে, গল্প বানিয়ে ফুটেজ খাচ্ছেন। লজ্জা করে? অপপ্রচার না করে ভাবুন যে কীভাবে সমাজকে শুধরে ফেলা যায়।’

    কেউ-কেউ আবার ওই মহিলার পাশেও দাঁড়িয়েছেন। আর নিজের ভিডিয়োয় কোনও ভুল দেখছেন না ওই মহিলা। নিজের অবস্থানে অনড় থেকে তিনি বলেছেন যে ‘এই ভিডিয়োটা মানিটাইজড করা নয়। এসব ফালতু বলতে আসবেন না। আমার চ্যানেল আছে। তাই যা বলার আছে, এই চ্যানেলের মাধ্যমেই বলব। কী খারাপ বলেছি আমি ভিডিয়োয়?' সেইসঙ্গে তিনি বলেন, 'আপনাদের মতো নোংরা মানসিকতার মানুষরা তাঁকে অনুভব করতে পারবেন না।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)