• 'পরিকল্পনা করে ময়নাতদন্তের রিপোর্টে কারচুপি করা হয়েছে, যে কোনও ভালো উকিল…'
    হিন্দুস্তান টাইমস | ২৫ আগস্ট ২০২৪
  • পরিকল্পনা করে আরজি কর মেডিক্যালে নিহত তরুণীর দেহের ময়নাতদন্তের রিপোর্টে ফাঁক ফোকড় রাখা হয়েছে। যে কেনও ভালো আইনজীবী সেগুলোকে ব্যবহার করে দোষীকে নির্দোষ প্রমাণ করতে পারেন। এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার শ্যামবাজারে বিজেপির ধরনা মঞ্চে একথা বলেন তিনি। কার বুদ্ধিতে এই কাজ হয়েছে সেটা বার করতে হবে বলে দাবি তুলেছেন সুকান্ত।

    এদিন সুকান্তবাবু বলেন, ‘কয়েকদিন আগে আমি টিভিতে IMAর প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্য শুনছিলাম। যিনি একজন স্বনামধন্য ডাক্তার। তিনি জীবনে প্রচুর পোস্ট মর্টেম করেছেন, ভিসেরা রিপোর্ট স্টাডি করেছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, যে পোস্ট মর্টেম রিপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে তা যদি সত্যি হয় এই রিপোর্ট এতজন অনারিকে দিয়ে তৈরি করা। প্রচুর ভেক টার্ম এর মধ্যে রাখা হয়েছে। ভালো উকিল হলে তিনি যে কোনও মুহূর্তে সেই শব্দগুলোকে বাইপাস করে চলে যাবেন।’

    সুকান্তবাবুর দাবি, ‘সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের একজন মাথা যদি একথা বলে তাহলে পরিষ্কার যে এটা পুরো পরিকল্পনা করে করা। বুদ্ধি দিয়ে করা। কার বুদ্ধিতে হয়েছে এখন সেটা বার করতে হবে। সেজন্য আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন, স্বাস্থ্যসচিব নিগম সাহেবের ফোন, এছাড়া বিনীত গোয়েল অ্যান্ড কোম্পানি, আলাপন বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমারের ফোনের তদন্ত হওয়া উচিত।’

    পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তুলে সুকান্তবাবু বলেন, ‘সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার আগে থেকে বলে আসছিলাম। টাইম কিল করা হচ্ছে। যে মামলাগুলো সিবিআই পুলিশের কাছ থেকে পেয়েছে আর যে মামলাগুলো সরাসরি সিবিআই কোর্ট থেকে পেয়েছে, দুটোর ফল আলাদা।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)