পশ্চিম মেদিনীপুর জেলায় বেলদা থানা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় তিন বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু। এক বাইক আরোহী সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘাতক চার চাকা গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া এলাকায়।জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার সুসিন্দা এলাকায়। রবিবার রাতে দুটি বাইকে করে চারজন বন্ধু বেলদার একটি রেস্তরাঁতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদার সুসিন্দার কাছে পেছন থেকে একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি মোটরবাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই বন্ধুর। অপর দু’জনকে উদ্ধার করে পুলিশ বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সঙ্গে থাকা চতুর্থজনের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে অন্যত্র স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে মৃত যুবকদের মধ্যে একজনের নাম অলীক দে। তাঁর বাড়ি বেলদার দেউলীতে। আরেকজন নরেন্দ্রনাথ সাহু বাড়ি বেলদার সরিষাতে এবং শান্তনু দাস বাড়ি বেলদার সুসিন্দাতে। তবে রাতে প্রাইভেট গাড়ির চালকের কোনও হদিশ মেলেনি।
দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। রাস্তা থেকে দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে উদ্ধার করা হয়। ঘাতক গাড়িটিকে আটক করে চালকের খোঁজ শুরু করেছে বেলদা থানার পুলিশ। তরতাজা তিন যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বেলদা শহর জুড়ে।
প্রসঙ্গত, কয়েক মাস আগেই বেলদা থানার বাখরাবাদের কালিবাগিচা এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোকে ধাক্কা মারে। দুর্ঘটনাগ্রস্ত অটোয় থাকা যাত্রীদের মধ্যে আহত হয়েছেন ১০ জন। এক বৃদ্ধার মৃত্যু হয়। অটো গাড়ির ধাক্কায় সামনে এগিয়ে গিয়ে একটি লরিতে ধাক্কা মারে। মোট ১০ জন আহত যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।