দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, হাওয়া বদল কবে?
এই সময় | ২৬ আগস্ট ২০২৪
নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, নিম্নচাপ ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। ঝাড়খন্ড থেকে সরে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও সরে রাজস্থান হয়ে গুজরাট পৌঁছবে। সেখানে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে যাবে কাল দুপুরের মধ্যে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখার সক্রিয় জয়সলমীর কোটা হয়ে নিম্নচাপের উপর দিয়ে চুর্ক ডালটনগঞ্জ ও দীঘার সংলগ্ন এলাকা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
মঙ্গলবার পর্যন্ত বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। ভারী বৃষ্টি বেশ কয়েকটি জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির ও সতর্কতা থাকবে আগামী ২৪ ঘণ্টায়। আজ, সোমবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায়। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
সোমবার পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে বড়সড় দুর্যোগের কোনও পূর্বাভাস নেই। সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
সারাদিন মেঘলা আকাশ। দু এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। আজ বিকেলের পর থেকে কমবে বৃষ্টির পরিমাণ। ।রাতের তাপমাত্রা ২৬ থেকে কমে ২৫.৫ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি থেকে কমে ২৮.৮ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৯ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪৩ মিলিমিটার। গত ৪৮ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬৩ মিলিমিটার। গত ৭২ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮৮ মিলিমিটার।