• গন্ধগোকুল ও রক পাইথন উদ্ধার
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, রঘুনাথপুর: রবিবার রঘুনাথপুর বন দপ্তরের তরফ থেকে নিতুড়িয়া এলাকা থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি রঘুনাথপুর থেকে একটি রক পাইথন উদ্ধার হয়েছে। বর্তমানে দুটি প্রাণীকে রঘুনাথপুর রেঞ্জার অফিসে রাখা হয়েছে।

     বন দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে, এদিন সকালে নিতুড়িয়া এলাকার বাগমারা এলাকা থেকে গন্ধগোকুলটি উদ্ধার হয়। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকেরা গ্রামে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসে।

    গন্ধগোকুল বর্তমানে বিপন্ন প্রাণী হিসেবে বিবেচিত। পুরোনো গাছ, বন-জঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে।  আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সঙ্ঘের  (আইইউসিএন) বিবেচনায় পৃথিবীর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে প্রাণীটি। আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গন্ধগোকুলের বাস। উদ্ধার হওয়া গন্ধগোকুলটি প্রাপ্ত বয়স্ক। অন্যদিকে এদিন রঘুনাথপুরের নন্দুয়াড়া এলাকায় খড়ের গাদায় রক পাইথনটি দেখতে পাওয়া যায়। বন দপ্তর ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসে।
  • Link to this news (বর্তমান)