• তালডাংরায় বাইক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রবিবার দুপুরে তালডাংরায় বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম বাপন গোপ (২৩) ও সত্যজিৎ নাগ মোদক (২৫)। বাপনের বাড়ি ইন্দপুর থানার গোবিন্দপুর গ্রামে। সত্যজিৎ পুরুলিয়ার হুড়া হাটতলা এলাকার বাসিন্দা। দু’জনের মধ্যে বন্ধুত্ব ছিল। এদিন বাইক চালিয়ে যাওয়ার সময় তাঁরা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একটি কালভার্টে বাইকটি ধাক্কা মারলে দু’জনেই গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তালডাংরা থানার এক আধিকারিক বলেন, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে।  

    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর পৌনে ১টা নাগাদ বাপন ও সত্যজিৎ বাইকে চেপে ইন্দপুর থেকে তালডাংরার দিকে যাচ্ছিলেন। ইন্দপুর-বিবরদা রোডে তাঁরা দ্রুতগতিতে বাইক চালাচ্ছিলেন বলে স্থানীয়রা পুলিসকে জানিয়েছেন। বিবরদার কাছে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন সেটি সটান রাস্তার পাশের কালভার্টের গার্ডওয়ালে গিয়ে ধাক্কা মারে। বাইক থেকে দু’জনে ছিটকে পড়েন। গতি বেশি থাকায় বাইকটি দুমড়েমুচড়ে যায়। দু’জনেই গুরুতর চোট পান। রক্তক্ষরণও শুরু হয়। তার জেরে ঘটনাস্থ঩লেই দু’জনের মৃত্যু হয়। উল্লেখ্য, বাঁকুড়ায় বর্তমানে দ্রুতগতির বাইকের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে পুলিসকে আরও বেশি সজাগ হতে হবে। না হলে দুর্ঘটনা বেড়েই যাবে। বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, দ্রুত এব্যাপারে পুলিস পদক্ষেপ গ্রহণ করবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)