• বৈকুণ্ঠনাথের পুজো দিয়েই জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি শুরু কাল
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজবাড়ির সিংহাসন থেকে আজ, সোমবার কালীমন্দিরে আসবেন কুলদেবতা বৈকুণ্ঠনাথ। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ ও গোপালের সঙ্গেই বিশেষ পুজো হবে তাঁর। পরশু, মঙ্গলবার সকালে ফের বৈকুণ্ঠনাথের বিশেষ পুজোর মধ্যদিয়ে জলপাইগুড়ি রাজবাড়িতে শুরু হয়ে যাবে দুর্গাপুজোর প্রস্তুতি। হবে কাঠামো পুজো এবং কাদাখেলা। 

    রাজবাড়ির কুল পুরোহিত শিবু ঘোষাল বলেন, সারা বছর অষ্টধাতুর বৈকুণ্ঠনাথ রাজবাড়ির অন্দরে সিংহাসনে থাকে। জন্মাষ্টমীতে বৈকুণ্ঠনাথকে বাইরে আনা হয়। রাখা হয় কালীমন্দিরে। সেখানে অনন্তসজ্জায় বিষ্ণু রয়েছেন। বিষ্ণু, শ্রীকৃষ্ণ, গোপালের সঙ্গে বিশেষ পুজো হবে বৈকুণ্ঠনাথের। জন্মাষ্টমীর পরদিন কাঠামোপুজো হয়ে গেলেই দুর্গা প্রতিমা তৈরিতে হাত দেবেন মৃৎশিল্পী সুভাষ পাল। তাঁরা বংশপরম্পরায় রাজবাড়ির দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন। 

    এবছর জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপুজোর ৫১৫ বছর। জন্মাষ্টমীতে যে কাদাখেলা হবে, সেই কাদা দিয়েই রথের কাঠামোর উপর গড়া হবে দুর্গা প্রতিমা। এটাই রীতি।

    জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপ্রতিমা ভিন্ন ধরনের। এখানে সিংহের সঙ্গে থাকে বাঘ। দেবীর গায়ের রং তপ্ত কাঞ্চন বর্ণ। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের পাশাপাশি থাকে জয়া-বিজয়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মা চণ্ডী ও মহামায়ার মূর্তি। কালিকাপুরাণ মতে পুজো হয় এখানে। (জলপাইগুড়ি রাজবাড়ির কুলদেবতা বৈকুণ্ঠনাথ।-ফাইল চিত্র।)
  • Link to this news (বর্তমান)