• ইসলামপুরের ধুলিগাঁও মোড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর, গাড়িতে আগুন
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা,ইসলামপুর: ইসলামপুরের সুজালিতে ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। দলের প্রাক্তন অঞ্চল সভাপতি আবদুল হক ও বর্তমান অঞ্চল সভাপতি আবদুস সাত্তারের দুই গোষ্ঠীর বিবাদ দীর্ঘ দিন থেকেই চলছে। রবিবার রাতে ধুলিগাঁও মোড়ে আবদুল হকের পার্টি অফিসে ভাঙচুর ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ মানতে নারাজ আবদুস সাত্তার। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ইসলামপুর দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এলাকায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন হয়েছে। আবদুল হকের স্ত্রী তথা কমলাগাঁও সুজালির পঞ্চায়েত প্রধান তৃণমূলের নুরি বেগম বলেন, আবদুস সাত্তারের লোকজন আমাদের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেসঙ্গে পার্টি অফিস ভাংচুর করেছে। আবদুস সাত্তার বলেন, ধুলিগাঁও মোড়ে আমাদের অনুগামীদের লক্ষ্য করে আবদুল হকের লোকজন বোমা ছুড়ে মেরেছিল। এতে আমাদের লোকজন জখম হয়নি। একটি গাড়িতে আগুন ধরে যায়। গাড়িটির মালিক কে তা জানা নেই। ইসলামপুর পুলিস জেলার এসপি জবি থমাস বলেন, কিছু লোকজন মিলে একটি মিটিং করার সময় বোমাবাজি হয়েছে বলে খবর পেয়েছি। একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কিছু দোকানে ভাঙচুর করেছে বলেও খবর আসে। সঙ্গে সঙ্গে পুলিস পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখনও অভিযোগ হয় নি। অভিযোগ পেলে তার ভিত্তিতে কেস হবে। অভিযোগ না হলে আমরা সুয়োমোটো কেস করব।
  • Link to this news (বর্তমান)