• বাংলাদেশ থেকে হিন্দুরা এলে নাগরিকত্ব নিয়ে আলোচনা করব, জানালেন শান্তনু
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাংলাদেশ থেকে কোনও হিন্দু অত্যাচারিত হয়ে ভারতে এলে তাঁর নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হবে। রবিবার জলপাইগুড়িতে এসে এমনটাই বললেন কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। এটা দেখার দায়িত্ব সেদেশের সরকারের। আমাদের প্রধানমন্ত্রী এনিয়ে যা বলার বলেছেন। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কিছু বলার নেই। তবে বাংলাদেশে হিন্দুদের অত্যাচারিত হওয়ার বিষয়টি নিয়ে আমরা যথেষ্টই উদ্বিগ্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আমার কথা হয়েছে। বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যদি কোনও হিন্দু এদেশে আসেন, তাঁর নাগরিকত্বের বিষয়টি নিয়ে আমি কেন্দ্রের সঙ্গে আলোচনা করব। সিএএ নিয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ জলপাইগুড়িতে শীঘ্রই ক্যাম্প করবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ভারতীয় নাগরিকত্বের জন্য ওই ক্যাম্পে আবেদন করা যাবে।
  • Link to this news (বর্তমান)