• ছাত্রীর হেনস্তা, খতিয়ে দেখার আশ্বাস দিলেন প্রিন্সিপাল
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শনিবার জলপাইগুড়ি পি ডি উইমেন কলেজে তৃতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে। অভিযুক্ত কলেজেরই দুই অশিক্ষক কর্মী। এ ঘটনায় শহরে আলোড়ন ছড়িয়েছে। ঘটনায় ওই ছাত্রী পুলিসেরও দ্বারস্থ হয়েছেন। রবিবার বিষয়টি নিয়ে মুখ খোলেন কলেজের প্রিন্সিপাল সমাপ্তি সাহা। তিনি বলেন, কলেজ খুললে বিষয়টি খতিয়ে দেখা হবে। কলেজ পরিচালন সমিতি, টিচার্স কাউন্সিল, কলেজ কর্মী ও ছাত্রীদের সঙ্গে এনিয়ে কথা বলার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। 

    অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর গণ্ডগোলের জেরেই ঘটনাটি ঘটে। যদিও এনিয়ে প্রকাশ্যে কোনওপক্ষ মুখ খুলতে চায়নি। এদিকে, পি ডি উইমেন কলেজে হামেশাই বহিরাগত মেয়েদের আনাগোনা চলে বলে অভিযোগ। কীভাবে কলেজে বাইরের লোকজন ঢোকে তা নিয়েও প্রশ্ন। যদিও এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রিন্সিপাল।
  • Link to this news (বর্তমান)