• তিনবার বাড়ি গিলেছে মুড়িগঙ্গা, ত্রিপল টাঙিয়ে নদীবাঁধে বসবাস
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: নদীর তাণ্ডবে সব হারিয়ে মান্নান পরিবারের এখন ঠিকানা হয়েছে নামখানা ব্লকের বুধাখালির রাজনগর শ্রীনাথগ্রামের আইলা নদী বাঁধ। প্রায় ১০ ফুট নদী বাঁধের উপর ত্রিপল টাঙিয়ে ছোট দু’খানি ঝুপড়ি ঘর বানিয়েছেন শেখ আবু তালেব। সেই ঘরেই প্রায় চার বছর ধরে বসবাস করছেন মান্নান পরিবারের পাঁচজন। তাঁদের সঙ্গে থাকছে চার বছরের এক শিশু পর্যন্ত। এক সময় তাঁদের টালি ছাওয়া চার চালা মাটির বাড়ি ছিল। সেই বাড়িটির গোটাটা নদীগর্ভে বিলীন হয়ে যায় এক দুর্যোগে। 

    ৮২ বছরের বৃদ্ধ শেখ আবুতালেব বলেন, ২৫ বছর আগে মুড়িগঙ্গা নদীর তীরে আমাদের সাজানো একটি বাড়ি ছিল। এক বিপর্যয়ে বাড়িটি নদীতে তলিয়ে যায়। এরপর নদী বাঁধ থেকে ৫০০ মিটার দূরে সরে আবার একটি ঘর তৈরি করি। উমপুনের সময় সেই ঘরটিও যায় ভেঙে। শেষ পর্যন্ত ধারদেনা করে তৃতীয়বার আবার একটি ছোট বাড়ি করি। ইয়াসের সময় সেই বাড়িটিও মুড়িগঙ্গা গিলে খেয়ে নেয়। এরপর আর জমি খুঁজে পাওয়া যায়নি। কারণ মুড়িগঙ্গা এখন জমি খেতে খেতে আরও এক কিলোমিটারের মতো এগিয়ে এসেছে। তাই এখন আইলা নদী বাঁধের উপর কোনওরকমে ত্রিপল টাঙিয়ে বসবাস করতে হয়। ঝড়-বৃষ্টির রাতে আমরা কেউ ঘুমোতে পারি না। কোনরকম রাত জেগে কাটাতে হয়। সরকারের দিকেই এখন তাকিয়ে পরিবারের সবাই। সরকারই আমাদের স্থায়ী ঠিকানা দিতে পারে।  নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস এ বিষয়ে বলেন, পরিবারটি এত প্রতিকূলতার মধ্যে রয়েছে বিষয়টি জানা ছিল না। সত্যিই যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে নিশ্চিতভাবে মান্নান পরিবারের স্থায়ী ঠিকানার ব্যবস্থা করা হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)