• দু’দিন ধরে বাসশ্রমিকদের দীঘা ভ্রমণ, চাকদহে দুর্ভোগে যাত্রীরা
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: বাসশ্রমিকরা দীঘা ভ্রমণ করছেন রবি ও সোমবার। তাই এই দু’দিন চাকদহে বন্ধ বাস চলাচল। সমস্যায় সাধারণ যাত্রীরা। অনেকের অভিযোগ, তাঁরা বিষয়টি জানতেন না। অনেক টাকা বেশি ভাড়া দিয়ে টোটো বা অটো করে গন্তব্যে পৌঁছতে হচ্ছে তাঁদের। তবে বাস সংগঠনের দাবি, শনি এবং রবিবার বাস চলাচল বন্ধ থাকবে বলে পোস্টার টাঙানো হয়েছিল। এছাড়া মুখেও প্রচার করা হয়েছে। তবে এক যাত্রী বলেন, কোথায় এই পোস্টার টাঙানো হয়েছে, তা বলতে পারব না। আমার চোখে তো পড়েনি। আগে থেকে জানতেও পারিনি। তাহলে হয়তো এই দু’দিন আসতাম না।

    জানা গিয়েছে, শহরের পূর্ব পাড়ে চাকদহ বাসস্টান্ড থেকে বনগাঁ, ন’হাটা হয়ে বনগাঁ, গাংনাপুর, আইশমালি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার সিন্দ্রানী যাওয়ার অন্তত ৭৬টি বাস চলাচল করে। ভোর থেকে রাত পর্যন্ত এই বাস পরিষেবা চলে। গত সপ্তাহেও মালিক সংগঠনের সম্মেলন থাকার কারণে বাস চলাচল একদিন বন্ধ ছিল।

    এই বিষয়ে চাকদহ বাস মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শ্যামল সাহা বলেন, শ্রমিকরা দীঘায় বেড়াতে গিয়েছেন। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও বাস চলাচল বন্ধ রাখতে হয়েছে। তবে দু’দিন বাস বন্ধ থাকবে বলে গত কয়েকদিন বাস স্টান্ড সহ কয়েকটি জায়গায় পোস্টার টাঙানো হয়েছে। চালক এবং খালাসিরাও তাঁদের মতো করে প্রচার করেছেন। যাত্রীদের সমস্যা হওয়ার জন্য আমরা দুঃখিত। 
  • Link to this news (বর্তমান)