• হিঙ্গলগঞ্জে বাঁধ বসে গিয়ে আতঙ্ক
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বসিরহাট: প্রবল বৃষ্টির পাশাপাশি নদীতে জোয়ারের জলোচ্ছ্বাসে বাঁধ বসে গিয়ে বিপত্তি হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর দুর্গাপুরের ডাঁসা নদীর পাড়ে। মুহূর্তের মধ্যে জল ঢুকতে শুরু করে এলাকায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। তবে তাঁরাই তৎপর হয়ে জল আটকানোর ব্যবস্থা করেন। ঘটনাটি ঘটে শনিবার দুপুর ১২টা নাগাদ। গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিকে জানালে দ্রুত তিনি সেচদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। তবে তার আগেই যুদ্ধকালীন পরিস্থিতিতে এলাকার মানুষ বাঁধ মেরামতের কাজে নেমে পড়ে। সন্ধ্যায় বিশপুর অঞ্চলের উপপ্রধান সহিদুল শেখ ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

    এলাকার বাসিন্দা স্বপন দাস বলেন, প্রতিবছর বর্ষার সময় এই ধরনের ঘটনা ঘটে নদী বাঁধে। আমরা চাই সরকারি নিয়ম অনুযায়ী পাকাপোক্তভাবে নদীর বাঁধ তৈরি করা হোক। এর আগে কয়েকবার বড় প্রাকৃতিক বিপর্যয় প্রচুর মানুষকে ঘর ছাড়া করেছিল। বহু গাছ, জমির ধান, মাছ নষ্ট হয়েছিল। একের পর এক ক্ষতির সম্মুখীন হচ্ছে সুন্দরবন লাগোয়া এই গ্রামগুলি। তাই আমদের অনুরোধ, দ্রুত এলাকায় কংক্রিটের বাঁধ নির্মাণ করা হোক।
  • Link to this news (বর্তমান)