• ডেঙ্গুর পাশাপাশি কমল ম্যালেরিয়াও
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বছর ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যাও শহরে কমেছে। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর ম্যালেরিয়ার প্রকোপ ৫৫ শতাংশ কম। যদিও কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগের আধিকারিকদের বক্তব্য, লাগাতার বৃষ্টি হচ্ছে। নজরদারিতে ঢিলেমি দিলে ডেঙ্গু কিংবা ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে সময় লাগবে না। অক্টোবর পর্যন্ত কড়া নজরদারি চলবে। 

    প্রতি সপ্তাহে শহরের ডেঙ্গু এবং ম্যালেরিয়া পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক হয়। বৈঠক সূত্রে উঠে এসেছে, চলতি বছর এক জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা এক হাজার ৪৮৩। গত বছর এই সময়কালে আক্রান্ত হয়েছিলেন তিন হাজার ৩৪৪ জন পুর নাগরিক। অর্থাৎ প্রায় ৫৫.৬ শতাংশ কম আক্রান্ত এবছর। এর পাশাপাশি চলতি বছর ডেঙ্গু সংক্রমণও শহরে গতবারের তুলনায় ৭০ শতাংশ কমেছে। মৃত্যুরও কোনও খবর এখনও পর্যন্ত জানায়নি পুরসভা। ম্যালেরিয়ার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। প্রসঙ্গত ডেঙ্গু মশা পরিষ্কার জলে জন্মায়। দীর্ঘদিন রেখে দেওয়া জলে জন্ম নেয় ম্যালেরিয়ার মশার। চলতি বছরের গোড়া থেকেই এই দুই বিষয়ে লাগাতার নজরদারি করা হয়েছে বলে দাবি পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের। অন্যান্য বছর শহরের বহুতল বা আবাসনগুলিতে বেশি মাত্রায় ডেঙ্গু বা ম্যালেরিয়া আক্রান্তের খোঁজ মেলে। এ বছর এই ধরনের আবাসনগুলির জন্য মহিলা কর্মীদের বিশেষ দলকে কাজে ব্যবহার করছে পুরসভা। মহিলারা সেইসব অঞ্চলে গিয়ে লাগাতার প্রচার করছেন। এবং আবাসনের ভিতরে ভেক্টর কন্ট্রোল (মশাবাহিত রোগ প্রতিরোধ) কর্মীদের ঢুকতে দেওয়ার জন্য সহযোগিতা চাইছেন। তার ফলে ওই সমস্ত আবাসনের ভিতরে, ছাদে বা অন্য কোথাও জল জমে থাকলে সেটা পুরসভার স্ক্যানারে ধরা পড়ছে। সেই মতো পদক্ষেপও নেওয়া হচ্ছে।
  • Link to this news (বর্তমান)