• জন্মাষ্টমীতে চাকলা ও কচুয়ায় কড়া নিরাপত্তা
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: জন্মাষ্টমী উপলক্ষ্যে লোকনাথধাম চাকলা ও কচুয়ায় রবিবার থেকেই শুরু ভক্ত সমাগম। তাঁদের নিরাপত্তা দিতে তৎপর পুলিস। দু’টি মন্দিরেই পুলিসি নিরাপত্তার কড়াকড়ি। জানা গিয়েছে, ভারত শুধু নয়, বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্ত পুজোর সময় আসেন দুই ধামে। জন্মাষ্টমী উপলক্ষ্যে ২৭ আগস্ট কচুয়া ও চাকলাধামে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে। হাসনাবাদগামী প্রতিটি ট্রেনে ভক্তদের ভিড়। বারাসত থেকে টাকি ও যশোর রোড পুণ্যার্থীদের দখলে। 

    রবিবার কচুয়া লোকনাথ মন্দির পরিদর্শনে আসেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী প্রমুখ। পাশাপাশি চাকলা লোকনাথ মন্দিরও পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, ‘জন্মাষ্টমী উপলক্ষ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় দু’টি মন্দিরেই। মুখ্যমন্ত্রী চাকলার মন্দিরের উন্নয়ন করেছেন। ওঁর এই উৎসবে কচুয়াতে আসার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তা বাতিল হয়েছে। উনি পরে কচুয়ায় আসবেন। যেসব উন্নয়নের কাজ হচ্ছে সেগুলি শেষ হলেই উদ্বোধনে আসবেন।’ চাকলা মন্দির কমিটির পক্ষ থেকে নবকুমার দাস বলেন, ‘রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসেন। অন্যদেশ থেকেও ভক্তরা ভিড় জমান।’ কমিটির আর এক সদস্য বলেন, ‘তিনদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানে বহু মানুষ ভিড় জমান।’ অন্যদিকে রবিবার ভক্তদের জন্য খাবার, পানীয় জল ও বিশ্রামের জন্য একটি ক্যাম্প করেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাইয়ের উদ্যোগে ক্যাম্প হয়। তিনি বলেন, ‘আমরা ধর্ম নয় মানবতায় বিশ্বাসী।’ ( রবিবার চাকলাধামে বিধায়ক নারায়ণ গোস্বামী। -নিজস্ব চিত্র)
  • Link to this news (বর্তমান)