• নদীর পাড়ে রয়্যাল বেঙ্গল দর্শন পর্যটকদের
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বারুইপুর:  কুলতলির কৈখালী থেকে একদল পর্যটক দোবাঁকি বেড়াতে যাচ্ছিলেন। নৌকা থেকে তাঁরা দেখলেন সুন্দরবনের রাজাকে। জঙ্গলে বাঘের দর্শন পাওয়া সচরাচর সবার ভাগ্যে ঘটে না। পর্যটক দলের সদস্যদের বক্তব্য, ‘আমাদের কপাল ভালো।’ 

    পীরখালি ছ’নম্বর জঙ্গল সংলগ্ন এলাকায় বাঘটিকে নদীর ধার দিয়ে হেঁটে যেতে দেখেন তাঁরা। এই দৃশ্য দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন। ক্যামেরা, মোবাইল বের করে রয়্যাল বেঙ্গল টাইগারকে ফ্রেমবন্দি করতে শুরু করেন। কলকাতা থেকে ২৫ জনের পর্যটকদলটি কুলতলিতে গিয়েছিল। বন বিভাগ স্বীকৃত গাইডের সঙ্গে সুন্দরবন ভ্রমণ করছিল। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে নদী ও খাঁড়ি দিয়ে যাওয়ার সময় বাঘটির দর্শন পান। তারপরই শুরু হয় উচ্ছ্বাস। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)