• তেলের কন্টেনার থেকে উদ্ধার ২ কোটি টাকার গাঁজা, গ্রেপ্তার দুই
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: পাচারের আগেই তেলবাহী কন্টেনার থেকে প্রায় ২০৪ কেজি গাঁজা উদ্ধার করল রাজ্য পুলিসের এসটিএফ। সঙ্গে ছিল আমডাঙা থানার পুলিসও। জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। পাশাপাশি ওই কন্টেনারটিকে আটক করা হয়েছে। কন্টেনারের দুই কর্মী নৃপেন বৈরাগী ও চাঁদ বাবুকে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, রোজের মতো রবিবার দুপুরে আমডাঙার রংমহল এলাকায় নাকা চেকিং চলছিল। বিশেষ সূত্রে পুলিসের কাছে খবর ছিল গাঁজা পাচারের। সেই মতো চেকিংয়ের ক্ষেত্রে বাড়তি নজরদারি শুরু করে পুলিস ও এসটিএফ। তখনই তারা দেখে, একটি হোটেলের সামনে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি কন্টেনারবাহী গাড়ি পার্কিং করা। তা দেখে সন্দেহ হয় পুলিসের। তাতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, শিলিগুড়ি থেকে একটি নামী কোম্পানির তেলের গাড়িতে ওই গাঁজা কলকাতার উদ্দেশে পাচার করা হচ্ছিল। কন্টেনারটিতে ৬টি বস্তায় প্রায় ২০৪ কিলো গাঁজা উদ্ধার হয়।
  • Link to this news (বর্তমান)