• মৌসুনিকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পর্যটন কেন্দ্র হিসেবে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে মৌসুনি দ্বীপের। সেখানে এতদিন প্লাস্টিক সহ কঠিন প্লাস্টিক বর্জ্য নিষ্কাশনের কোনও ইউনিট ছিল না। ফলে যত্রতত্র আবর্জনা জমে থাকত। পর্যটকরা এনিয়ে আকছার অভিযোগও করতেন। তাই এবার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট চালু করা হল। বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করে সেখানে ফেলা হবে। এর ফলে পরিবেশ দূষণের আশঙ্কা যেমন কমবে, তেমনি পর্যটকরাও খুশি হবেন। তাছাড়া, এই দ্বীপে প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্যও উদ্যোগ নেওয়া হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় একযোগে ১৫টি গ্রাম পঞ্চায়েতে এই কঠিন বর্জ্য নিষ্কাশণ ইউনিটের সূচনা করা হয়েছে। তার মধ্যে মৌসুনি রয়েছে। এ নিয়ে জেলায় এখনও পর্যন্ত ১৩১টি পঞ্চায়েতে এই ব্যবস্থা চালু হল।
  • Link to this news (বর্তমান)