• আরজি করে দুর্নীতির তদন্তে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে সিজিও কমপ্লেক্সে তলব
    হিন্দুস্তান টাইমস | ২৬ আগস্ট ২০২৪
  • আরজি কর মেডিক্যালে দুর্নীতির তদন্তে হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে তলব করল সিবিআই। সোমবার তাঁকে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। রবিবার সারা দিন সঞ্জয় বশিষ্ঠের এন্টালির ফ্ল্যাটে তল্লাশি চালান সিবিআইয়ের গোয়েন্দারা। বেরনোর সময় তাঁর হাতে হাজিরার নোটিশ ধরানো হয় বলে খবর।


    পড়তে থাকুন - ‘আরজি করের নির্যাতিতার দেহ সৎকারের শ্মশান খরচ দিল কে? শ্মশানে কে করল সই?’

    আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর প্রকাশ্যে এসেছে হাসপাতালে বছরের পর বছর ধরে চলা বেলাগাম দুর্নীতির ঘটনা। প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির করা আবেদনে সেই দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তদন্তে নেমে বর্ষামুখরিত রবিবারে কলকাতা ও লাগোয়া ১৫টি ঠিকানায় একযোগে তল্লাশি চালায় সিবিআই। তার মধ্যে রয়েছে সঞ্জয় বশিষ্ঠের এন্টালির ফ্ল্যাটও।

    অভিযোগকারী আখতার আলির দাবি, আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে সঞ্জয় বশিষ্ঠের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। সন্দীপের দুর্নীতিতে সামিল ছিলেন সঞ্জয়ও। প্রত্যক্ষভাবে দুর্নীতি না করলেও সমস্ত ব্যাপারটা জানতেন তিনি। কোনও অজানা কারণে তিনি দিনের পর দিন মুখ বন্ধ করে ছিলেন।

    তাঁর আরও দাবি, সঞ্জয় বশিষ্ঠের নেতৃত্বেই ডাক্তারির পড়ুয়াদের হেনস্থা করা হত। তাদের কাছ থেকে চলত তোলাবাজি। সেই টাকার বখরা সঞ্জয় বশিষ্ঠও পেয়েছেন বলে দাবি আখতার সাহেবের।


    সঞ্জয় বশিষ্ঠের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়ারাও। একাধিক অভিযোগে তাঁকে বিদ্ধ করেছেন ছাত্ররা। এর আগে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সিবিআই জেরার মুখে পড়েছেন সঞ্জয় বশিষ্ঠ। এবার হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের প্রশ্নের জবাব দিতে হবে তাঁকে। এবার দেখার সোমবার তিনি হাজিরা দেন কি না।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)