• বলছে ‘বডি চাই’! ভিডিয়ো প্রকাশ করে তৃণমূলের দাবি, নবান্ন অভিযানের নামে অশান্তিরই ষড়যন্ত্র চলছে
    আনন্দবাজার | ২৬ আগস্ট ২০২৪
  • আরজি কর নিয়ে নবান্ন অভিযানের কর্মসূচিতে গুলি চালানো এমনকি, খুনেরও ষড়যন্ত্র করেছে বিজেপি। এমনই অভিযোগ করল তৃণমূলের। মঙ্গলবার সকালে নবান্নের উদ্দেশে ওই মিছিল হওয়ার কথা। তার আগে সোমবার সকালে একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘‘একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিল ঘিরে। শকুনের রাজনীতি করছে বিজেপি। ওরা বলছে বডি চাই।’’ পরে তাঁর বক্তব্যের সমর্থনে দু’টি গোপন ভিডিয়োও প্রকাশ করেছেন কুণাল। ওই ভিডিয়ো দু’টির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তাতে একাধিক ব্যক্তির মুখে ঘুরে ফিরে এসেছে ওই দু’টি শব্দবন্ধ— ‘বডি চাই’। ভিডিয়োতে তাঁরা দাবি করছেন, ২৭ তারিখের আন্দোলন আদৌ শান্তিপূর্ণ হবে না। তার কারণ, ‘বডি’ অর্থাৎ লাশ বা মৃতদেহ না পেলে আন্দোলন জোরদার হবে না। যদিও কুণালের ওই সাংবাদিক বৈঠকের পরেই বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘ আন্দোলন গতি পাওয়ায় তৃণমূল হতাশায় ভুগছে, তাই এমন অদ্ভুত আচরণ।’’

    সোমবার সকাল ১১টা নাগাদ তৃণমূল ভবনে ওই সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা (সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা তাঁকে তৃণমূলের সাধারণ সম্পাদক বলে অভিহিত করেন) কুণাল ঘোষ। সেখানেই কুণাল বলেন, ‘‘মঙ্গলবারের মিছিল নিয়ে একটা চক্রান্ত চলছে। আমরা তৃণমূলের সবাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে আরজি করের ঘটনার বিচার চাই। আপনারা যদি বলেন, জাস্টিস ফর আরজি কর। আমরা বলব তোমার আমার এক স্বর। কিন্তু যদি বলেন রিজ়াইন মমতা। তবে আমরা বলব, ময়দানে বুঝে নেবে বাংলার জনতা। কিন্তু মঙ্গলবারের ওই মিছিল বেআইনি এবং অবৈধ। ওই মিছিলের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি। ওই মিছিলে বাইরের রাজ্য থেকেও লোক আনা হতে পারে। এমনকি, তাদের পুলিশের নকল পোশাক পরিয়ে গুলি চালানোর মত ঘটনাও ঘটতে পারে।’’

    এর পরেই পর পর দু’টি ভিডিয়ো দেখান কুণাল। ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। কুণাল জানান, বিভিন্ন সূত্র মারফৎ ভিডিয়োটি তাঁদের হাতে এসে পৌঁছেছে। প্রথম ভিডিয়োয় পর্দায় দেখা যায় এক যুবককে। তবে নেপথ্যে গলা শোনা যায় আরও দু’জনের।

    এক নেপথ্য কণ্ঠস্বর প্রশ্ন করে, ‘‘২৭ তারিখের যে আন্দোলন শান্তিপূর্ণ ভাবে হবে বলছেন, তা কি আদৌ শান্তিপূর্ণ হবে?’’ জবাবে পর্দায় থাকা যুবককে বলতে শোনা যায়, ‘‘গুলি চলবে এখানে রাবার বুলেট চলবে’’।

    নেপথ্য কণ্ঠস্বর ১ : কিন্তু গুলি বা রাবার বুলেট কি ওরা আদৌ চালাবে? ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে..

    নেপথ্য কণ্ঠস্বর ২: এরা ওদের চালাতে বাধ্য করবে।

    নেপথ্য কণ্ঠস্বর ১ : কী হয় এখন দেখা যাক। তবে লোক যাবে।

    পর্দার যুবক: পরিষ্কার কথা দাদা। বডি যদি না পড়ে, রাজনীতি হবে না।

    নেপথ্য কণ্ঠস্বর ১: বডি চাই। বডি যদি না পড়ে, দু ’ একটা লাশ যদি না পড়ে..

    নেপথ্য কণ্ঠস্বর ২: আপনার কি ধারণা মঙ্গলবার বডি পড়তে পারে?

    পর্দার যুবক: বডি পড়বে এ বার। আমার যা ধারণা বডি এ বার পড়বেই।

    (এই খবরটি সবে প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কিছু ক্ষণের মধ্যে আসছে। পাতাটি কিছু ক্ষণ পর পর ‘রিফ্রেশ’ করলে আপনি সর্বশেষ খবর দেখতে পাবেন। দ্রুত খবর পৌঁছে দেওয়ার সময়েও আমাদের তথ্যের সত্যাসত্য সম্পর্কে সচেতন থাকতে হয়। সে জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর সেটি সম্পর্কে নিশ্চিত না-হয়ে আমরা তা প্রকাশ করি না। ‘ফেক নিউজ়’ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এই পদ্ধতি আরও জরুরি)
  • Link to this news (আনন্দবাজার)