মঙ্গলে নবান্ন অভিযান! কলকাতা-হাওড়ায় যান নিয়ন্ত্রণ, কোন রাস্তা এড়াবেন?
এই সময় | ২৬ আগস্ট ২০২৪
মঙ্গলবার নবান্ন অভিযান-এর ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি সংগঠন। হাওড়া-কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসার সম্ভাবনা রয়েছে। সেই কারণে কলকাতা ও হাওড়ার বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একটি নির্দেশিকায় বেশ কিছু রাস্তায় ভারী ও পণ্যবাহী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ কলকাতার বিদ্যাসাগর সেতু এবং র্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড, কোল বার্থ রোড, রিমাউন্ট রোড, কলকাতা ডক এবং কলকাতা বন্দরের সংযোগকারী ফিডার রোড-এর ভোর ৪টে থেকে রাত দশটা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়াও মধ্য কলকাতার জওহরলাল নেহরু রোড,রানি রাসমণি অ্যাভিনিউ,রেড রোড, নিউ রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, আউটরাম রোড, খিদিরপুর রোড,হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ, ক্যাথিড্রাল রোড, এজেসি বসু রোড, এসএন ব্যানার্জি রোড, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট,কাউন্সিল হাউস স্ট্রিট,কিংসওয়ে, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট, কালাকার স্ট্রিট, ব্রেবোর্ন রোড এবং হাওড়া ব্রিজ দিয়েও ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ কর হচ্ছে। এর পাশাপাশি যাত্রীবাহী গাড়িও প্রয়োজন অনুসারে ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। তবে, এলপিজি গ্যাস, দুষ, ওষুধ, অক্সিজেন সরবরাহকারী গাড়িগুলিকে এই নির্দেশের আওতার বাইরে রাখা হয়েছে।
রাস্তায় যান নিয়ন্ত্রণ নিয়ে হাওড়া পুলিশের নির্দেশিকা
এছাড়াও কলকাতা পুলিশের তরফে একটি নবান্ন অভিযানের কারণে যাতে কোনও NET পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধায় না পড়েন, সেই উদ্দেশ্যে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হচ্ছে। কোনওরকম সমস্যায় পড়লে নিকটবর্তী পুলিশ কর্মীর সঙ্গে যোগাযোগ করার কথা জানানো হয়েছে।
কলকাতার পাশাপাশি হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা কোর্দার করা হয়েছে। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরশোর রোড এবং লক্ষীনারায়ণতলা এবং মন্দিরতলায় মতো জায়গাগুলিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হবে বলে জানানো হয়েছে। রাস্তায় ২০০০ হাজারে বেশি হাওড়া পুলিশ ফোর্স থাকবে বলেও খবর। অন্যদিকে, হাওড়ার দিক থেকে আলমপুর ক্রসিং, নিদ্রা ২ পয়েন্ট, বেলেপোল, সালাপ হয়ে কলকাতাগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, আন্দুল রোডের দিকে যাওয়া আলমপুর নো এন্ট্রি পয়েন্ট, ১৬ নম্বর জাতীয় সড়ক থেকে কোনা এক্সপ্রেস ওয়ের দিকে যাওয়ার রাস্তায়, হুগলি ব্রিজের মন্দিরতলার দিকে যাওয়া দ্বিতীয় র্যাম্প বন্ধ রাখা থাকবে ভারী পণ্যবাহী গাড়ির জন্য।