নবান্ন অভিযানের আগেই গ্রেপ্তার অস্ত্র-সহ ৫ দুষ্কৃতী
এই সময় | ২৬ আগস্ট ২০২৪
আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে ও সুবিচার চেয়ে কাল, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। তার কয়েক ঘণ্টা আগে গত রাতে হুগলির বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোড়ে পুলিশের নাকা তল্লাশির সময় অস্ত্র-সহ গ্রেপ্তার হল ৫ দুষ্কৃতী।সূত্রের খবর, দিল্লি রোডের ওপর চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নাকা তল্লাশি চলছিল। তাতেই বড়সড় সাফল্য মেলে। পুলিশ সূত্রে খবর,দীর্ঘাঙ্গী মোড়ে এলাকায় দিল্লি রোড ধরে একটি সাদা ও কালো রঙের স্করপিও গাড়ি দ্রুত গতিতে আসছিল।
কর্তব্যরত পুলিশ অফিসাররা তাকে দাঁড় করাতেই গাড়ি ছেড়ে পালিয়ে যান চালক। পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িতে থাকা পাঁচ যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা বেশ কিছু অসংলগ্ন কথা বলতে থাকে। গাড়ি তল্লাশি করতেই উদ্ধার হয় দুটি নাইন এমএম পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ। পাঁচজনকেই গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ।
পুলিশ জানায়, ধৃতদের নাম শিবনাথ বিশ্বাস, সৌম সুরুল, সুমিত দাস,স্বস্তি দাস। তারা সকলেই শ্রীরামপুরের বাসিন্দা । আদালতে পেশ করে পাঁত জনকেই নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ।
কালকের ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে সতর্ক রাজ্য পুলিশ। বিভিন্ন জেলায় গত ২ দিন ধরে পুলিশের নাকা তল্লাশি চলছে। সূত্রের খবর, নবান্ন অভিযানে যোগ দিয়ে দুষ্কৃতীরা গোলমাল পাকাতে পারে বলে পুলিশের গোয়েন্দারা খবর পেয়েছেন। সেই খবরের ভিত্তিতেই গতরাতে বৈদ্যবাটিতে নাকা তল্লাশি হয় বলে পুলিশ কর্তারা জানান। সূত্রের খবর, সোমবার রাতে নবান্ন ও তার আশপাশের এলাকায় তল্লাষশি অভিযান চলবে।
কালকের ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে সতর্ক রাজ্য পুলিশ। বিভিন্ন জেলায় গত ২ দিন ধরে পুলিশের নাকা তল্লাশি চলছে। সূত্রের খবর, নবান্ন অভিযানে যোগ দিয়ে দুষ্কৃতীরা গোলমাল পাকাতে পারে বলে পুলিশের গোয়েন্দারা খবর পেয়েছেন। সেই খবরের ভিত্তিতেই গতরাতে বৈদ্যবাটিতে নাকা তল্লাশি হয় বলে পুলিশ কর্তারা জানান।