মঞ্চের গায়ে সাঁটানো পোস্টারে লেখা 'উই ওয়ান্ট জাস্টিস'। কোনও পোস্টারে লেখা আছে, 'দফা এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ।' কোনও পোস্টারে আবার লেখা আছে, 'জাস্টিস ফর RG কর।' আর সেইসব পোস্টারের সামনে দাঁড়িয়েই এক মহিলার চটুল গানে নৃত্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির কর্মসূচিতে এরকম ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বরং তৃণমূল সাংসদ সাকেত গোখলে সেই অভিযোগ করায় পালটা পদ্মশিবিরের তরফে খোঁচা দেওয়া হয়েছে যে অবাঙালি লোকেদের রাজ্যসভায় পাঠালে এরকমই হয়। যিনি বাংলা পড়তে পারেন না বা লিখতে পারেন না।
সোমবার সকালে একটি ভিডিয়ো ঘটনার প্রতিবাদে বাংলায় যে কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি, সেখানকার দৃশ্য এটা। বিজেপি কি এভাবেই মহিলাদের সম্মান প্রদর্শন করে?’
আদতে যিনি ওই ভিডিয়োটি পোস্ট করেন, তিনি হলেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায়। ওই ভিডিয়ো পোস্ট করে বিজেপিকে আক্রমণ শানালেও ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছেন বলে জানিয়েছেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক।
বঙ্গ বিজেপির তরফে বলা হয়েছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যখন অবাঙালি ট্রোলারদের রাজ্যসভায় পাঠান, তখন এরকমই হয়। যিনি বাংলা পড়তে বা লিখতে পারেন না। পিছনে কী লেখা আছে, যে কেউ পরিষ্কার সেটা পড়তে পারবেন। ওখানে স্পষ্টতই বলা আছে যে পুজো প্যান্ডেল। এটার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।’
সেইসঙ্গে বঙ্গ বিজেপির তরফে বলা হয়েছে, ‘এরকম ভিডিয়ো পোস্ট করার মাধ্যমে আদতে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসককে অপমান করা হচ্ছে। এরকম জঘন্য ভিডিয়ো পোস্ট করে তৃণমূল এবং কংগ্রেসের ট্রোলাররা আদতে তরুণী চিকিৎসকের সম্মানহানি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষ যে আন্দোলন করছেন, সেটাকে ছোট করার জন্য তৃণমূলের টুলকিট এটা। ওঁনার অবশ্যই পদত্যাগ করা উচিত।’
আরও পড়ুন: WB Low Pressure Rain Forecast: বাংলার মাথায় নিম্নচাপ, তৈরি হবে আরও ১টি, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে? কতদিন?