• মায়াপুরে জন্মাষ্টমীতে রাধামাধবের মহাভিষেক, পুষ্পাঞ্জলি ও নামসংকীর্তন
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, নবদ্বীপ: ভিন্ন ভিন্ন পঞ্জিকার পণ্ডিতদের মত অনুযায়ী, মায়াপুর ও নবদ্বীপের জন্মাষ্টমী দু’দিন উদযাপিত হচ্ছে। কোনও মন্দিরে সোমবার, কোনও মন্দিরে মঙ্গলবার জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। সোমবার ইসকনের প্রধান কেন্দ্র  মায়াপুর ইসকন মন্দির, নবদ্বীপের গৌরাঙ্গ জন্মস্থান মন্দির, সমাজবাড়ি, বড় পাঠক বাড়ির চিন্তামণি কুঞ্জ সহ বেশ কিছু মন্দিরে জন্মাষ্টমী উৎসব হয়েছে। আজ মঙ্গলবার নবদ্বীপের ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির, বলদেব জীউ মন্দির, মদনমোহন মন্দির, মদনগোপাল মন্দির সহ আরও অনেক মন্দিরে জন্মাষ্টমী উদযাপিত হবে। এই উৎসবে সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় দই, দুধ, ঘি, মধু, বিভিন্ন ফলের রস-অর্থাৎ পঞ্চামৃত দিয়ে শ্রীকৃষ্ণের মহাভিষেক করা হয়।

    মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, এখানে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জন্মাষ্টমী উদযাপিত হয়। সোমবার মায়াপুর ইসকন মন্দিরে ভোর থেকে সারাদিনব্যাপী নামসংকীর্তন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়েছিল। এদিন রাত ১০-১২টা পর্যন্ত রাধামাধবের মহাভিষেক হয়। তারপর মহা আরতি, পুষ্পাঞ্জলি হয়েছে। পুজো শেষে অনুকল্প প্রসাদ বিতরণ করা হয়।

    গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের অন্যতম সেবায়েত সুদিনকুমার গোস্বামী বলেন, মঙ্গলবার ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে জন্মাষ্টমী উৎসব হবে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মহাপ্রভুর মহাভিষেক, বিশেষ পুজো ও ভোগ হবে। গৌরাঙ্গ মহাপ্রভুর সহধর্মিণী বিষ্ণুপ্রিয়াদেবীর পরিবারের কাছে আবৃত শ্রীকৃষ্ণরূপের পুজো হয়। সন্ধ্যায় সনাতন মিশ্রের পূজিত রাজরাজেশ্বর নারায়ণশিলাকে পঞ্চামৃত ঘি, দই, দুধ, মধু প্রভৃতি দিয়ে অভিষেক করা হবে। শ্রীকৃষ্ণের প্রিয় ক্ষীর, মাখন দেওয়া হবে।

    নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসচিব কিশোরকৃষ্ণ গোস্বামী বলেন, জন্মাষ্টমী কোন দিন পড়েছে, তা নিয়ে দ্বিমত আছে। অনেক মঠ-মন্দির সোমবার জন্মাষ্টমী উদযাপন করেছে। কিন্তু গোস্বামী মতে, যে তিথি সূর্যোদয়কে স্পর্শ করবে না-সেই তিথি পালনীয় নয়। সোমবার ৫. ৫৯ মিনিটে সূর্যোদয় হয়েছে। অষ্টমী লেগেছে ৮:৩৬ মিনিটে। যেহেতু সূর্যোদয়ের পরে অষ্টমী লেগেছে, সেহেতু আমাদের কাছে পরদিন তিথিটা পালনীয়। সেকারণে আমাদের এখানে বেশিরভাগ মন্দিরে মঙ্গলবার জন্মাষ্টমী উৎসব হচ্ছে। তবে জন্মাষ্টমী রাত্রিকালীন ব্রত। মঙ্গলবার রাতে অষ্টমী তিথি না থাকায় অনেকে সোমবার পালন করেছেন। এটাকে মতপার্থক্য বলা উচিত হবে না। বিষয়টি প্রত্যেকের নিজস্ব ভজনধারার উপর নির্ভর করে।

    নবদ্বীপ পুরসভার উদ্যোগে রবিবার সন্ধ্যায় রাধাবাজার পার্কে বিবেকানন্দ মুক্তমঞ্চে জন্মাষ্টমী উৎসবের সূচনা হয়েছে। তিনদিনের অনুষ্ঠান উপলক্ষে নৃত্যানুষ্ঠান, কৃষ্ণলীলা কীর্তন, শ্রীকৃষ্ণের ভজন, একাঙ্ক নাটক কৃষ্ণ-কর্ণ কথা, কৃষ্ণ বন্দনা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
  • Link to this news (বর্তমান)