• ম্যাচ ঘিরে উত্তেজনা, রেফারির গায়ে হাত, মাঠে জলের বোতল
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জেলা পুলিস বনাম রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের ফুটবল ম্যাচ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল সোমবার। জলপাইগুড়ি টাউন ক্লাবের মাঠে কৃষ্ণকুমার কল্যাণী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট চলছে। এদিন ম্যাচে একটি পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে রেফারির উপর চড়াও হন পুলিস টিমের ফুটবলাররা। অভিযোগ, রেফারির গায়ে হাত তোলা হয়। তাঁকে বেশ কয়েকবার ধাক্কাও মারা হয়। এ ঘটনায় পুলিস টিমের একজনকে লাল কার্ড দেখান রেফারি। খেলা শেষে ফের উত্তেজনা ছড়ায়। খেলা পরিচালনায় রেফারি একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছেন এই অভিযোগ তুলে তাঁর উপর চড়াও হন পুলিস টিমের ফুটবলাররা। শুরু হয় ধাক্কাধাক্কি। টুর্নামেন্টের আয়োজক ও জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্তারা কর্ডন করে রেফারিকে মাঠ থেকে বের করে নিয়ে আসেন। সেসময় গ্যালারি থেকে রেফারির দিকে জলের বোতল ছোড়া হয়। ম্যাচ শেষে মাঠেই ধাক্কাধাক্কির ঘটনায় ফের পুলিস টিমের তিন ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি। এদিকে, মাঠে কেন কোনও পুলিস ছিল না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

    ম্যাচে জলপাইগুড়ি পুলিস টিমকে ১-০ গোলে হারিয়ে জয়ী হয়েছে রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন। ৫৯ মিনিটের মাথায় গোল করেন অবিনাশ ছেত্রী। তিনিই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সমীরকুমার চক্রবর্তী বলেন, একটি পেনাল্টি দেওয়া নিয়ে রেফারির দিকে তেড়ে যান পুলিস টিমের ফুটবলাররা। তাঁরা দাবি করতে থাকেন, পেনাল্টি বক্সের বাইরে ফাউল হয়েছে। কিন্তু রেফারি জানান, পেনাল্টি বক্সের এক হাত ভিতরে ফাউল হয়েছে। অন্যদিকে, পুলিস টিমের তরফে দাবি করা হয়েছে, খেলা পরিচালনায় একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছেন রেফারি। তারই জেরে মেজাজ হারান তাঁদের কয়েকজন ফুটবলার। তবে রেফারির গায়ে হাত তোলা হয়নি। শুধু প্রতিবাদ জানানো হয়েছে। • রেফারিকে মার ফুটবলারদের। - নিজস্ব চিত্র। 
  • Link to this news (বর্তমান)