• দু’টি বেআইনি করাত কল বন্ধ করল বনদপ্তর
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, দিনহাটা: অনুমতি ছাড়াই চলছে করাত কল। কাঠ কেটে তৈরি হচ্ছে আসবাবপত্র। সেগুলি বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। এই অভিযোগ পেয়ে কোচবিহার জেলাজুড়ে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযানে নামল বনদপ্তর। রবিবার বিশেষ অভিযান চালিয়ে দিনহাটায় দু’টি করাত কল বন্ধ করে বনদপ্তর। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক যন্ত্র। সেখান থেকে সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। মাথাভাঙা-কোচবিহার ও পুণ্ডিবাড়ি রেঞ্জ অফিস সম্মিলিতভাবে জেলাজুড়ে অভিযান করে। বাকি অবৈধ করাতকলগুলিতে শীঘ্রই অভিযান চালাবে দপ্তর। 

    এই ব্যাপারে বনদপ্তরের কোচবিহারের রেঞ্জার দিয়াস ছেত্রী বলেন, দিনহাটার নয়ারহাট এবং নারায়ণগঞ্জের একটি করে অবৈধ করাত কল সিল করা হয়েছে। বিভিন্ন যন্ত্রাংশ সহ সেগুন কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। কোচবিহার ডিভিশনের এডিএফও বিজনকুমার নাথ বলেন, জেলাজুড়ে অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান জারি থাকবে। করাত কল বসাতে প্রয়োজন বন দপ্তরের অনুমতি। সেই কলে বিভিন্ন ধরনের কাঠ কাটতেও অনুমতি নেওয়া দরকার। সেসবের তোয়াক্কা না করেই দিনহাটা দুই ব্লকের নয়ারহাট ও দিনহাটা এক ব্লকের নারায়ণগঞ্জে চলছিল দুটি করাত কল । সেগুনের গোলাই কাঠ চেরাই করা হতো এখানে। ঘরের দরজা জানলা ও আসবাবপত্র তৈরির জন্য পৃথক ডিজাইন মেশিন দরকার। অনুমতি ছাড়া একটি করার কল সেই মেশিনে বসিয়েছিল।  বনদপ্তর জানিয়েছে, দু’টি করাত কলে অবৈধ ট্রলি মেশিন ছিল। দুটি ট্রলি মেশিন ও একটি সিএনপি ডিজাইন মেশিন সিজ করা হয়েছে। আট পিস সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। কাঠগুলি জঙ্গলের চোরাই কাঠ নয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।  সিল করা হচ্ছে বেআইনি করাত কল।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)