• জন্মাষ্টমীতে খুঁটিপুজো করল গোসানি রোড কিশোর সঙ্ঘ ক্লাব, এবারের থিম ‘তন্ত্রশক্তি’
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৪
  • মনসুর হাবিবুল্লাহ, দিনহাটা: উত্তরবঙ্গের অন্যতম বিগ বাজেটের সেরা দুর্গাপুজো হয় দিনহাটায়। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর শহরে পুজোর মান বাড়িয়েছে গোসানি রোড কিশোর সঙ্ঘ ক্লাব। এবছর এদের পুজো ৫৭ বছরে পড়তে চলেছে। সোমবার জন্মাষ্টমীতে মন্ত্রী তথা পুজো কমিটির সভাপতি উদয়ন গুহ ক্লাবের খুঁটিপুজো করেন। 

    এবার থিম ‘তন্ত্রশক্তি’। অশুভ শক্তির বিনাশ করে শক্তিরূপে উদয় হবেন মা উমা। মেদিনীপুরের শিল্পীরা বানাবেন মণ্ডপ। ২০ লক্ষ টাকা বাজেট। প্রতিবছরের মতো এবারও এখানকার পুজো দেখতে চারদিন হাজার হাজার দর্শনার্থীর ঢল নামবে, দাবি পুজো উদ্যোক্তাদের। 

    পুজো কমিটির সভাপতি তথা মন্ত্রী উদয়ন গুহ বলেন, বিগ বাজেটের দুর্গাপুজো দিনহাটার ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। দিনহাটার পুজোর মানবৃদ্ধি করতে কিশোর সঙ্ঘ ক্লাবের পুজো অন্যতম ভূমিকা নিয়েছে। এদিন খুঁটিপুজো করা হল। শুধু উত্তরবঙ্গ নয়, নিম্নঅসম থেকেও দর্শনার্থীদের ঢল নামবে এই পুজো মণ্ডপে। পুজো কমিটির সম্পাদক সুব্রত মুখোপাধ্যায় বলেন, তন্ত্রশক্তি আমাদের থিম। বিগত কয়েকবছর ধরে উত্তরবঙ্গে অন্যতম সেরা পুজোর আয়োজন করে আসছি আমরা। এবছরও এর ব্যতিক্রম হবে না। থিমশিল্পী শান্তনু মোদক বলেন,শুভশক্তির উদয় করবেন দেবী দুর্গা। তন্ত্রসাধনা সহ পুরনো দিনের একাধিক রীতিনীতি ফুটে উঠবে মণ্ডপে। 

    দিনহাটা শহরের গোসানি রোডের শুরুর বাঁ দিকেই দুর্গাপুজো করে কিশোর সঙ্ঘ ক্লাব। প্রতিবছরই অগণিত দর্শনার্থীর ঢল নামে পুজো প্রাঙ্গণে। তিনবার শারদসম্মান পেয়েছে এরা। প্রতিবছরই একাধিক সামাজিক সংগঠনের দেওয়া সম্মান এসেছে কিশোর সঙ্ঘ ক্লাবের ঝুলিতে। এবারও পুজোর সেই মান ধরে রাখতে বদ্ধপরিকর উদ্যোক্তারা। জন্মাষ্টমী তিথিতে খুঁটিপুজো হয়ে গেল। এবার শুরু হবে মণ্ডপ তৈরির কাজ। 

    পুজো উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুরের ২৫ জন শিল্পী মণ্ডপ তৈরি করতে আসছেন। বহুবছর আগে যেভাবে তন্ত্রসাধনা হতো তা ফুটিয়ে তোলা হবে মণ্ডপে। শক্তিরূপে উদয় হবেন দেবী উমা। গাছের ডাল সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদানে সাজানো হবে মণ্ডপ।  • কিশোর সঙ্ঘের খুঁটিপুজোয় মন্ত্রী উদয়ন গুহ। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)