• সেতু নির্মাণে বিধ্বস্ত বালাসন ঘাট, নিরঞ্জন নিয়ে চিন্তায় ব্লক প্রশাসন
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মাটিগাড়ার বালাসন ঘাটে দুর্গাপ্রতিমা বিসর্জন নিয়ে কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের। নির্মীয়মান দ্বিতীয় বালাসন সেতুর কাজে লন্ডভন্ড গোটা নদীঘাট। বিসর্জন ঘাটের সাজানো গোছানো ছবিটাই এই কয়েকমাসে উধাও। ঘাটে যাতায়াতের রাস্তার চিহ্নমাত্র নেই। ঘাটের যত্রতত্র ছড়িয়ে রয়েছে লোহার পিলার ও অন্যান্য সামগ্রী। বিসর্জন ঘাটের বিস্তীর্ণ এলাকা এবরোখেবরো খানাখন্দে ভরেছে। ঘাটের দু’পারের ওঠা নামার ওয়ানওয়ে রাস্তাগুলোও উধাও। এই পরিস্থিতিতে বালাসন ঘাটে ১৫০ দুর্গাপ্রতিমার বিসর্জন কীভাবে হবে, তা নিয়েই চিন্তায় পড়েছে মাটিগাড়া ব্লক প্রশাসন। ইতিমধ্যেই সমস্যা সমাধানে একাধিক বৈঠক করেছে প্রশাসন। গত সাতদিনে তিনবার ঘাট পরিদর্শন করেছেন মাটিগাড়ার বিডিও। বিভিন্ন সরকারি সংস্থা ও গ্রামপঞ্চায়েতের সঙ্গে দফায় দফায় চলছে বৈঠক। মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস বলেন, বিসর্জন ঘাট নিয়ে অবশ্যই চিন্তা রয়েছে। ওই ঘাটে প্রায় ১৫০টি দুর্গাপ্রতিমার বিসর্জন হয়। সরকারি অনুদানপ্রাপ্ত ১০০টি ক্লাবের প্রতিমা রয়েছে। বাড়ির ও ছোট পুজো মিলিয়ে ৫০টি প্রতিমার বিসর্জন হয় এই ঘাটে। তবে নতুন বালাসন সেতুটি নির্মাণের জন্য নদীঘাটের অবস্থা খুব খারাপ। মাটিগাড়া বালাসন নদীঘাটে ব্লকের পাঁচটি গ্রামপঞ্চায়েত থেকে বিভিন্ন ক্লাবের প্রতিমা বিসর্জনের জন্য আনা হয়। প্রতি বছর পুজোর অনেক আগেই নদীঘাটের সংস্কার শুরু হয়। যদিও নির্মীয়মান সেতুর কাজে এখনও নদীঘাটের সংস্কারের কাজ শুরু করতে পারেনি ব্লক প্রশাসন। 

    মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি ভোলা ঘোষ বলেন, পঞ্চায়েত সমিতির সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলেছি। এশিয়ান হাইওয়ে দ্রুত নদীঘাট সংস্কার শুরু করবে। বাকি কাজ আমরা করব। বিডিও বলেন, পুজোর আগেই ঘাট সংস্কারের প্রয়োজন। এই বিষয়ে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ, সেচদপ্তর, দমকল, থানা, গ্রামপঞ্চায়েতগুলোর সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। তবে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ সেপ্টেম্বরের মধ্যে ঘাট মেরামত ও সংস্কার করে দেবে বলে জানিয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)