• জাতীয় সড়কের ধুলোয় নাকাল পথচলতিরা
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, চোপড়া: জাতীয় সড়কের  ধুলোয় নাজেহাল পথচলতি থেকে স্থানীয়রা। তাঁদের অভিযোগ, সদর চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় পিচ, পাথর উঠে গিয়েছে। কিছুদিন আগে শুধু বালি, পাথর দিয়ে গর্ত ভরাট করা হয়। এখন গাড়ি চলাচল করলেই শুধু  ধুলো উড়ছে। ধুলো উড়ে এসে ঢুকে পড়ছে দোকানের খাবারে। রাস্তার পাশের ঘরবাড়িও ধুলোয় ঢেকে যাচ্ছে। যদিও শীঘ্রই ধুলো সমস্যা মিটে যাবে বলে দাবি জাতীয় সড়ক কর্তৃপক্ষের। রাস্তা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা জয়দেব সিংহ বলেন, বৃষ্টি হলে ধুলো-সমস্যা থেকে একটু রেহাই মেলে। অন্য সময় রাতদিন গাড়ি চলাচল করায় সমস্যা বাড়ে। চোপড়ার  রাঙ্গাগছ এলাকা থেকে চোপড়া বিএলএলআরও অফিস পর্যন্ত এই সমস্যা। সড়কের দু’পাশের বাসিন্দারা রীতিমতো অতিষ্ট হয়ে পড়েছেন। চোপড়ার বাসিন্দা অনিমেষ হালদারের বক্তব্য, পিচ না করে শুধু বালি পাথর ফেলে গর্ত ভরাট করার ফলে  ধুলোর সমস্যা বেড়েছে। স্থানীয় ব্যবসায়ী সুধীর অধিকারী জানান, এমনিতেই বহুদিন ধরে রাস্তা খারাপ। রাস্তা পিচ না করে শুধু গর্ত ভরাট করে রেখে দেওয়া হচ্ছে। রাস্তার বেহাল দশার সঙ্গে যোগ হয়েছে ধুলো-যন্ত্রণা। সুধীরের কথায়, ধুলোর সমস্যায় ঠিকমতো ব্যবসা করা যায় না। দোকানপাট ধুলোয় ঢেকে যাচ্ছে। এবিষয়ে চোপড়া গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়ারুল রহমান বলেন, জাতীয় সড়কে কমবেশি  ধুলো  থাকবেই। এটা স্বাভাবিক। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে বাসস্ট্যান্ড এলাকায়  ধুলোর দায়ে মানুষ দাঁড়াতে ভয় পাচ্ছেন। বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী হাফিজুল ইসলাম বলেন, মানুষ মুখ ঢেকে চলাচল করছেন। এই সমস্যা থেকে কবে রেহাই মিলবে, জানা নেই কারোরই।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)