• আজ স্বাভাবিক থাকবে ট্রেন ও মেট্রো পরিষেবা
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ছাত্র সমাজের’ তরফে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচি ঘিরে পুলিস-প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের সংঘাত চরমে ওঠার আশঙ্কা করছেন অনেকে। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম প্রস্তুতি সেরে রেখেছে কলকাতা ও রাজ্য পুলিস। নবান্ন অভিযানের জেরে কলকাতা ও হাওড়ার বিভিন্ন রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। পাশাপাশি, সিদ্ধান্ত নেওয়া হয়েছে সড়কপথের একাধিক অংশে রাস্তা বন্ধ সাময়িকভাবে রাখার। স্বভাবতই বাস, মিনিবাস, ট্যাক্সি, অটো রিশক চলাচল বিঘ্নিত হতে পারে। 

    এক্ষেত্রে যমজ শহরে আসা-যাওয়ার ক্ষেত্রে আজ বড় ভূমিকা নেবে ট্রেন ও মেট্রো রেল। রেলের তরফে জানান হয়েছে, আজ যাত্রী পরিষেবা স্বাভাবিক থাকবে। শিয়ালদহ-হাওড়া শাখায় নিত্যদিনের সূচি অনুযায়ীই চলবে ট্রেন। পাশাপাশি শহরের পাঁচটি রুটে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে মেট্রো রেলের চলাচল। এক্ষেত্রে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রোর উপর বাড়তি ভরসা থাকবে সাধারণ যাত্রীদের এবং অন্দোলনকারীদেরও একাংশের। মনে করছে খোদ রেল কর্তারাই। কারণ, কলকাতার উপকণ্ঠ থেকে আন্দোলনের কেন্দ্রে সহজেই এই মেট্রো চেপে পৌঁছে যাওয়া যাবে। এক্ষেত্রে প্রতিটি মেট্রো স্টেশনকে বাড়তি নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)