জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নবান্ন অভিযান ঘিরে তুঙ্গে উত্তেজনার পারদ। অনুমতির পরোয়া না করেই পথে ছাত্র সমাজ। অশান্তির আশঙ্কা প্রশাসনের। নবান্নের পথে কম বেশি ১৯ টি ব্যারিকেড। দিকে দিকে অস্থায়ী পুলিস আউট পোস্ট। অশান্তি আটকাতে মরিয়া প্রশাসন। জোরদার নিরাপত্তা। মোতায়েন প্রায় ছয় হাজার পুলিসকর্মী। রাস্তায় ২৬ জন ডিসি পদ মর্যাদার আধিকারিক। নিরাপত্তার জোরদার বলয়। নবান্ন এখন নিশ্ছিদ্র দুর্গ। মাছি গলার উপায় নেই। প্রস্তুত জল কামান, কাঁদানে গ্যাস। মোতায়েন কমব্যাট ফোর্স। অশান্তির আশঙ্কা পুলিস-প্রশাসনের।
শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে নবান্ন অভিমুখে যাওয়ার প্রস্তুতি। উত্তেজনার আশঙ্কা। ছাত্র সমাজ-এর ডাকা নবান্ন অভিযানের অনুমতি দেয়নি রাজ্য পুলিস। তার পরেও প্রস্তুতিতে খামতি রাখছে না কলকাতা পুলিস। তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় মঙ্গলবার মোতায়েন ৬ হাজার পুলিসকর্মী। ২৬ জন ডিসি পদমর্যাদার আধিকারিকও পথে। হাওড়া যাওয়ার পথে ব্যারিকেড কমবেশি ১৯টি জায়গায়। এদিকে রাস্তায় বাস নেই, সমস্যায় যাত্রীরা।