• ধর্ষণ মামলায় ৫০ দিনের মধ্যে বিচার ও শাস্তি চান অভিষেক
    এই সময় | ২৭ আগস্ট ২০২৪
  • মহিলাদের ধর্ষণ রুখতে কঠোর আইন চালু করার দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল কংগ্রেসের সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সেনাপতি চাইছেন এমন আইন যাতে ধর্ষণে অভিযুক্তের বিচার প্রক্রিয়া শেষ হয় ও তার কঠোরতম শাস্তি হয় ঘটনার ৫০ দিনের মধ্যেই। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিষেক।তাতে তিনি জানিয়েছেন, নিদারুণ সত্য এই যে, দেশে ধর্ষণের মামলাগুলিতে মাত্র ২৬ শতাংশ দোষীর শাস্তি হয়। বাকিদের শাস্তি হয় না। ৭৪ শতাংশ ক্ষেত্রে অভিযুক্তরা ছাড়া পেয়ে যায়। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার ১৫ দিনের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে কত ধর্ষণের অভিযোগ উঠেছে, কত নাবালিকা ও মহিলা ধর্ষিতা হয়েছেন তার পরিসংখ্যান দিয়ে একটি 'কোলাজ'-ও পোস্ট করেছেন তৃণমূল সেনাপতি।

    উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র, বিহার, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যের ধর্ষণের ঘটনার উল্লেখ রয়েছে পোস্টে। বিভিন্ন সংবাদমাধ্যম থেকে সেই সব তথ্য নিয়ে 'কোলাজ' করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে অভিষেক জানিয়েছেন, ধর্ষণ মামলায় যদি প্রকৃতই সুবিচার বা ন্যায় বিচার করতে হয় তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে এবং সেই কারণেই বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য যথাযথ আইন চালু করতে হবে।

    উল্লেখ করা যেতে পারে, আরজি কর কাণ্ডের পরে অভিযুক্তের মৃত্যুদণ্ড চেয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেনাপতি অভিষেক।
  • Link to this news (এই সময়)