• শহরে আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল, চলবে ১৬ দিন
    এই সময় | ২৭ আগস্ট ২০২৪
  • এই সময়: বিদেশের স্টাইলে কলকাতাতেও চালু হচ্ছে আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল। নবান্ন সূত্রের খবর, আগামী ২০ সেপ্টেম্বর বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে এই শপিং ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলবে ৫ অক্টোবর পর্যন্ত। গ্রাম বাংলার শিল্পীদের তৈরি হস্তশিল্প সামগ্রী, পাট ও খাদির জিনিসপত্র, ফ্যাশনেবল পোশাক-সহ নানা সামগ্রী পাওয়া যাবে এখানে।এতে অংশ নেবে বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারি স্টার্টআপ সংস্থা। দেশ-বিদেশের একাধিক নামকরা শিল্প সংস্থার স্টল থাকবে।

    নবান্নের কর্তাদের দাবি, বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের পর এটাই রাজ্যের সবথেকে বড় আন্তর্জাতিক ইভেন্ট হতে চলেছে। ১৬ দিনের এই শপিং ফেস্টিভ্যালের মূল ফোকাস বাংলার খাদি এবং হস্তশিল্প। তার জন্য স্টল ছাড়াও বড় বড় শপিং মলে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে।

    শিল্প দপ্তরের এক আধিকারিক জানান, বহু দেশে এমন শপিং ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। তার মধ্যে অন্যতম দুবাই শপিং ফেস্টিভ্যাল। প্রচুর ডিসকাউন্ট থাকে বলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ওই সময়ে দুবাইয়ে কেনাকাটা করতে আসেন। প্রতি বছর বিপুল অঙ্কের কেনাবেচা হয়।

    সিঙ্গাপুরেও একই ধরনের শপিং ফেস্টিভ্যাল হয়, যার নাম দ্য গ্রেট সিঙ্গাপুর সেল। ইউএসএ-র পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, তুরস্কের ইস্তানবুল এবং ফ্রান্সের কান-এ আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল হয় প্রতি বছর। এ বার সেই তালিকায় জুড়তে চলেছে তিলোত্তমার নাম।
  • Link to this news (এই সময়)