• ‘অভয়া’র বিচার চেয়ে জুনিয়র চিকিত্সকদের গণ কনভেনশন 
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আকাদেমির বাড়ির অডিটোরিয়ামের দুটি তলাতেই উপচে পড়া ভিড়। তিল ধারনের জায়গা নেই। মূল প্রবেশপথে ঢোকার মুখেই লেখা স্লোগান ‘অভয়ার বিচার চাই’। দেওয়ালের একপাশে লেখা ‘ক্যাম্পাসে ক্যাম্পাসে দুর্গা গড়ো, থ্রেট কালচারকে বিদায় করো’ তো অন্যপাশে লেখা ‘স্বাস্থ্য‌ক্ষেত্রে তৃণমূলী সিন্ডিকেট রাজ উপড়ে ফেলো’। সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা গণ কনভেনশনের ডাক দিয়েছিলেন। কলকাতা সহ সারা রাজ্য থেকে হাজারের বেশি জুনিয়র ডাক্তার অংশ নিলেন তাতে। শুধু তাই নয়, গণ কনভেনশনে অংশ নিলেন ডাঃ বিনায়ক সেন, বোলান গঙ্গোপাধ্যায়, মীরাতুন নাহারের মতো বহু বিশিষ্ট জন। জনপ্রিয় সঞ্চালক মীর, অভিনেত্রী সোহিনী সরকাররাও ছিলেন প্রতিবাদী এই সমাবেশে। অসুস্থতার কারণে বিনায়কবাবু বাদে বাকি সকলেই বক্তব্য রাখেন। প্রতিবাদী আন্দোলনকে সমর্থনও জানান। আর জি কর –এর প্রাক্তণ অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের কাজকর্মের বিরুদ্ধে বক্তারা সোচ্চার হতেই হল করতালিতে ফেটে পড়ে। সন্দীপ ঘনিষ্ঠ ও স্বাস্থ্যভবনের ভূমিকার নিন্দা করেন জুনিয়র ডাক্তার নেতারা। 
  • Link to this news (বর্তমান)