সংবাদ প্রতিদিন ব্যুরো: নবান্ন অভিযানে অংশগ্রহণকারীদের খাবার সরবরাহের কাজ করছিলেন। আর সেই দায়িত্ব নিয়ে কলকাতায় আসার পথে হাওড়া থেকে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। নিখোঁজ ছাত্রদের পরিবার মঙ্গলবার সকালেই কলকাতা হাই কোর্টে (Calcutta HC) মামলা দায়ের করল। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে মামলার শুনানি হতে পারে বুধবার। আর মামলা দায়েরের পরই রাজ্য পুলিশের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হল, অশান্তির ছক ছিল তাঁদের, সেই আশঙ্কায় গ্রেপ্তার করা হয়েছে।