• 'অত্যাচার বন্ধ করুন, নইলে রাজ্য স্তব্ধ করে দেব'
    হিন্দুস্তান টাইমস | ২৭ আগস্ট ২০২৪
  • আরজি কর মেডিক্যালে নির্যাতিতার সুবিচারের দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান কর্মসূচির ওপর পুলিশি নিপীড়নের অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুপুরে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুবাবু বললেন, অত্যাচার বন্ধ না করলে রাজ্য স্তব্ধ করে দেব।


    পড়তে থাকুন - কালীমূর্তি ভাঙচুরে অভিযুক্তদের ১২টি বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুদ্ধ জনতা

    এদিন কর্মসূচি চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের রুখতে কন্টেনার দিয়ে ব্যারিকেড বানিয়েছে, এসবের কী প্রয়োজন? সাঁতরাগাছিতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ছে। অহিংস আন্দোলনকারীদের ওপরে অত্যাচার বন্ধ না হলে রাজ্য স্তব্ধ করে দেব।

    সঙ্গে শুভেন্দুবাবু জানিয়েছেন, সোমবার রাতে হাওড়া স্টেশন থেকে যে ৪ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ তাদের আইনি ও আর্থিক সাহায্য করবে বিজেপি।

    মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। নবান্নে যাওয়ার সমস্ত রাস্তা বিশাল ব্যারিকেড করে বন্ধ করে দেয় পুলিশ। এর পর বিক্ষোভকারীরা ব্যারিকেডের কাছে পৌঁছলে তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জল কামান ছোড়ে পুলিশ। তাই মধ্যে স্লোগান ওঠে, ‘দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ’।


    আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামী ৪ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত জায়গায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পথ অবরোধের ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়া ধর্মতলায় ধরনায় বসতে চলেছে বিজেপি নেতৃত্ব। এরই মধ্যে বিজেপি রাজ্যে বনধের ডাক দেয় কি না সেটাই দেখার।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)