• পদ্মের লালবাজার অভিযান ঘিরে গোলমাল, পুলিশের কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়লেন সুকান্ত মজুমদার
    আনন্দবাজার | ২৭ আগস্ট ২০২৪
  • বিজেপির মিছিল যাতে এগোতে না পারে, তাই রাস্তায় ব্যারিকেড দিয়েছিল পুলিশ। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন বিজেপি কর্মী, সমর্থকেরা। তাদের দাবি, মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে হবে।

    বিজেপি নেতা, কর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তাতে অসুস্থ হয়ে পড়লেন সুকান্ত। তাঁকে গাড়িতে চাপিয়ে বিক্ষোভস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

    বিক্ষোভস্থলে অসুস্থ হয়ে পড়েন এক বিজেপি কর্মী। বিজেপির তরফে দাবি করা হয়েছে, পুলিশ মেরেছে তাঁকে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের দাবি, কলকাতা পুলিশ ‘হিটলারের বাহিনী’র মতো কাজ করছে। তিনি দাবি করেছেন, পুলিশ লাঠি মেরে বলেছে মারেনি। তাঁর কথায়, ‘‘কাঁদানে গ্যাস ছুড়েছে তারা। এটা ‘অপরাধ’। এরা জঘন্য। রণক্ষেত্র কেউ করতে চায়নি। ওরা করেছে। আমরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করেছি। মানুষ আক্রান্ত হয়েছে সারা দিন।’’
  • Link to this news (আনন্দবাজার)