এই সময়, রায়গঞ্জ: আইটিআই পড়ুয়া এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। মঙ্গলবার সকালে ইসলামপুর শহরের কলেজ পাড়ায় ঘরের দরজা ভেঙে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রীর নাম রূপা সিনহা (২১)। তাঁর বাড়ি মালদার পাকুয়া এলাকায়। তিনি ইসলামপুর আইটিআই-এর ছাত্রী ছিলেন।পড়াশোনার কারণে ইসলামপুরের কলেজ পাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। ছাত্রীর এই অস্বাভাবিক মৃত্যু নিছকই আত্মহত্যা নাকি পিছনে রয়েছে অন্য কোনও রহস্য, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। খবর দেওয়া হয়েছে মৃত ছাত্রীর পরিবারকে। ইসলামপুর পুলিশ জেলার সুপার জবি থমাস বলেন, ‘মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক ধরে মালদার পাকুয়ার বাসিন্দা ওই ছাত্রী ইসলামপুর শহরের কলেজ পাড়ায় পেশায় শিক্ষক সুরেশ বিশ্বাসের বাড়িতে ভাড়া থাকতেন। মঙ্গলবার সকালে ডাকাডাকির পরেও কোনও সাড়া না মেলায় দরজা ভেঙে বাড়ির মালিক ও অন্যরা দেখতে পান, গলায় ফাঁস লাগিয়ে ঘরে ঝুলছে ছাত্রীর দেহ।
সুরেশবাবু বলেন, ‘সকালে দেখি ঘরের বাইরে ওই ছাত্রীর এক বান্ধবী এসে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে। আমিও বারবার ডাক দিলেও সাড়া না পেয়ে একটি শাবল এনে আমার ছাত্রছাত্রীদের উপস্থিতিতেই ঘরের দরজা ভাঙি। মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখে আর ঘরে ঢুকিনি, কাউকে ঢুকতেও দিইনি। পুলিশকে খবর দেওয়া হলে তাঁরাই এসে দেহটি উদ্ধার করে নিয়ে যান।’
সুরেশবাবুর দাবি, মেয়েটি এমনিতেই শান্ত। কী ভাবে তাঁর এমন পরিণতি হলো তা বুঝে উঠতে পারছেন না।