• ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন সহ ৩ জনের খোঁজ আজও মিলল না, চিন্তায় পরিবার
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, হলদিয়া: বঙ্গোপসাগরে ডুবে যাওয়া এমভি আইটিটি পুমা জাহাজের ক্যাপ্টেন সহ নিখোঁজ তিনের কোনও হদিশ আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্তও মিলল না। নিখোঁজ তিনজন হলেন ক্যাপ্টেন, জাহাজের চিফ অফিসার এবং একজন অয়েলার নাবিক। জানা গিয়েছে, নিখোঁজ চিফ অফিসার তপন মালের বাড়ি হলদিয়ার বাসুদেবপুর গ্রামে। মাঝসমুদ্রে নিখোঁজ তপনবাবুর জন্য উদ্বিগ্ন পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা। গতকাল, সোমবার সকাল ১০টা নাগাদ হলদিয়া কোস্টগার্ড থেকে জাহাজ ডুবির খবর পান তপনবাবুর পরিবার। তারপর থেকে আরও একদিন কেটে গেলেও কোস্টগার্ড থেকে কোনও খবর মেলেনি। ফলে স্বাভাবিকভাবেই তাঁদের পরিবারের উদ্বেগ আরও বেড়েছে। এদিকে, মঙ্গলবার দুপুর নাগাদ জাহাজের উদ্ধার হওয়া ১১ জন নাবিককে নিয়ে পারাদ্বীপ পৌঁছেছে। জানিয়েছে কোস্টগার্ড কর্তৃপক্ষ। ওই নাবিকরা সকলেই সুস্থ রয়েছেন। কোস্টগার্ডের সারাঙ এবং অমোঘ নামে দু'টি জাহাজ ওই নাবিকদের উদ্ধার করেছে। ওই জাহাজেই মেডিক্যাল টিম নাবিকদের চিকিৎসা করেছে। প্রসঙ্গত, কলকাতা থেকে আন্দামান যাওয়ার পথে গত রবিবার সাগরের কাছে আচমকাই ডুবতে শুরু করে এমভি আইটিটি পুমা নামে খাদ্যসামগ্রী বোঝাই একটি ভারতীয় জাহাজ।
  • Link to this news (বর্তমান)