• সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনায় আগ্রহ যথেষ্ট কম, খোলা থাকছে পোর্টাল
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: কৃষি যন্ত্রপাতি কেনায় গতবছরের মতো এবারও প্রায় ১০ কোটি টাকা ভর্তুকি দিতে চলেছে বীরভূম জেলা প্রশাসন। ইতিমধ্যেই আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে। ট্রাক্টর, পাওয়ার টিলারের মতো বড় যন্ত্রপাতিগুলির ক্ষেত্রে সর্বোচ্চ ৮ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন চাষিরা। কিন্তু প্রচার কম থাকায় মানুষজনের আগ্রহ অনেকটাই কম। তবে কৃষিদপ্তরের আবেদন, খুবই সীমিত সময়ের জন্য পোর্টাল খোলা থাকার জন্য দ্রুত ফর্ম জমা করলে এই সুবিধা সহজেই মিলবে।

    জানা গিয়েছে, মোট ৪টি ক্যাটিগরিতে এই আবেদন নেওয়া চলছে। ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতির মধ্যে পায়ে চালানো ধানঝাড়ার মেশিন, খড় কাটা মেশিন, হস্তচালিত স্পেয়ার, সিডার যন্ত্রগুলি রয়েছে। এগুলিতে কেনা দামের ৫০ শতাংশ ভর্তুকিতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন চাষিরা। একইভাবে বড় কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে পাম্পসেট, আলু তোলার যন্ত্র, মিনি রাইস মিল, ট্রাক্টর চালিত মাল্টিক্রপ থ্রেশারগুলি উল্লেখযোগ্য। এইসব যন্ত্রপাতির ক্ষেত্রে কেনা দামের ৫০ থেকে ৬০ শতাংশ ভর্তুকিতে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন চাষিরা। এছাড়াও কৃষি যন্ত্রাদি ব্যাঙ্ক স্থাপনের জন্য মোটা অঙ্কের ভতুর্কি দিচ্ছে প্রশাসন। ১০ লক্ষ টাকার প্রোজেক্টে ৮০ শতাংশ হারে ভর্তুকি মিলবে। অর্থাৎ ট্রাক্টর, পাওয়ার টিলার, রোটোভেটার, কৃষি ড্রোন এসব বড় কৃষি যন্ত্রগুলিতে ৮ লক্ষ টাকা পর্যন্ত সরকারি ভর্তুকি মেলার কথা। এখনও পর্যন্ত, বীরভূমে মোট ২১৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে বড় যন্ত্রপাতির ক্ষেত্রে ১৭৫টি। ফলে বোঝাই যাচ্ছে, আবেদন আহামরি সংখ্যক এখনও জমা পড়েনি। ৯ সেপ্টেম্বর পর্যন্ত পোর্টাল খোলা থাকবে। এই সময়ের মধ্যে আবেদন জমা করলে চাষিরা ভর্তুকির সুবিধা পাবেন। জেলা উপ কৃষি অধিকর্তা (প্রশাসন) শিবনাথ ঘোষ বলেন, প্রতি বছরই সরকারিভাবে ভর্তুকি দিয়ে চাষিদের যন্ত্রপাতি কিনতে সাহায্য করা হয়। বিভিন্ন ক্যাটিগরি করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ভর্তুকি মিলবে। ঋণও পাওয়া যায়। যে কোনও অসুবিধাতে স্থানীয় কৃষিবিভাগে যোগাযোগ করতে অনুরোধ করছি চাষিদের। আমরাও চাই আরও বেশি আবেদন জমা পড়ুক। • ২২টি ওয়ার্ডকে আবর্জনা ফেলার মিনি ট্রাক্টরসহ অন্যান্য যানবাহন তুলে দিল বোলপুর পুরসভা।
  • Link to this news (বর্তমান)