• শিল্পাঞ্চলে বৃষ্টির জেরে প্রতিমা শুকানো নিয়ে সমস্যায় মৃৎশিল্পীরা
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে যেন ‘বৃন্দাবনী বর্ষা’। কখনও মুষলধারে, কখনও ঝিরিঝিরি বৃষ্টি লেগেই থাকছে। এর জেরে মৃৎশিল্পীরা সমস্যায় পড়েছেন। দুর্গাপুজোর আর ৪০দিন বাকি। তারই মাঝে রয়েছে গণেশপুজো ও বিশ্বকর্মাপুজো। এই আবহাওয়া থাকলে সময় মতো প্রতিমা পৌঁছানো নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রতিমার কাঠামো শুকাচ্ছে না। রঙ করা তো দূরের কথা। কখন বৃষ্টি থামবে, সেই অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে রয়েছেন মৃৎশিল্পীরা।আসানসোলের কুমোরটুলি হল মহিশীলা কলোনি। এখানেই বহু শিল্পী ঠাকুর গড়েন। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সহ সমস্ত পুজোতেই উদ্যোক্তারা প্রতিমার বায়না দিতে আসেন। এবছরও প্রচুর দুর্গাপ্রতিমার বায়না এসেছে। সময়মতো মণ্ডপে প্রতিমা পাঠাতে হবে। সাধারণত এসময় মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে থাকে। কিন্তু এবার অনেকেই হাত গুটিয়ে বসে রয়েছেন। এর কারণ বেশ কয়েকদিন ধরে আসানসোলে টানা বৃষ্টিপাত হচ্ছে। সূর্যের দেখা নেই। প্রতিমা শুকাচ্ছে না। এখনও বেশিরভাগ মৃৎশিল্পীর কর্মশালা মাটি দিয়েই তৈরি। সেগুলিও ভিজে যাওয়ায় সমস্যা বেড়েছে। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। তারপর গণেশ পুজো। দুর্গাপুজোরও মাত্র ৪০দিন বাকি। এই পরিস্থিতিতে অনেকে প্রতিমা প্লাস্টিকে ঢেকে ব্লো ল্যাম্প দিয়ে শুকানোর চেষ্টা করছেন। মৃৎশিল্পী অভিজিৎ রুদ্রপাল বলেন, ব্লো ল্যাম্প দিয়ে ভালো কাজ হয় না। টানা বৃষ্টিপাতে আমরা খুবই সমস্যায় পড়েছি।
  • Link to this news (বর্তমান)