• মেলার সময় বদলের দাবিতে ডেপুটেশন
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ স্টেডিয়ামে এক্সপো মেলার জেরে ক্ষতির মুখে রায়গঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ীরা। মেলার সময় পরিবর্তনের দাবিতে এবার পুরসভায় ডেপুটেশন দিলেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, দুর্গাপুজোর মুখে এই মেলা হওয়ায় সাধারণ মানুষ সেখান থেকেই সব সামগ্রী কিনছেন। ফলে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। রায়গঞ্জের সুপার মার্কেটের ব্যবসায়ী সুজন তরফদার বলেন, আমার স্টেশনারি দোকানের রোজগার থেকে সংসার চলে। প্রতিবছর পুজোয় বেশি উপার্জনের অপেক্ষায় থাকি। কিন্তু এই মেলার জেরে মার খাচ্ছে আমাদের ব্যবসা। সেজন্য পুর প্রশাসককে ডেপুটেশন দিলাম। দুর্গাপুজোর চার মাস আগে অথবা পুজোর পরে এই মেলা হলে আপত্তি থাকবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মেলার জেরে ক্ষুদ্র ব্যবসায়ীদের একাংশ ক্ষতির মুখে পড়ছেন বলে জানিয়েছেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ীও। তাঁর মন্তব্য, আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে প্রশাসন ও মেলা কমিটির সঙ্গে আলোচনায় বসব। মেলার সময় পরিবর্তন হলে এই ব্যবসায়ীদের ক্ষতি হবে না। পুরপ্রশাসক বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করব।

    স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি মানতে নারাজ এক্সপো মেলা কমিটির আয়োজক অভিষেক চক্রবর্তী। তাঁর দাবি, যে সব জিনিস বাইরে পাওয়া যায় না, সেগুলিই টিকিট কেটে মেলায় কিনতে আসেন বাসিন্দারা। ফলে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
  • Link to this news (বর্তমান)