• আজ, কাল কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি মঙ্গলবার দক্ষিণবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। এটি আগামী দিনে দুর্বল হয়ে উত্তরপ্রদেশের দিকে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে নিম্নচাপের প্রভাবে সোমবার রাত থেকে সকাল পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বেশি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বিশেষ করে পশ্চিমাঞ্চলে। সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে কলকাতার আলিপুরে ৬৩ এবং দমদমে ৪১.মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বাঁকুড়া ও ডায়মন্ডহারবারে বৃষ্টিপাত হয়েছে ১০০ মিমির বেশি।  নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে যাওয়ার ফলে সেখানেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। দামোদর অবাবাহিকা এলাকায় মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে একশো মিমির বেশি বৃষ্টি হয়েছে। ডিভিসির মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েছে। ডিভিসি এদিন ৪৬ হাজার কিউসেক হারে জল ছেড়েছে। নিম্নচাপটি দক্ষিণবঙ্গ থেকে সরে গেলেও আজ বুধবার ও কাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে। তবে কাল বৃহস্পতিবার বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেটির অভিমুখ অন্ধ্র-ওড়িশা উপকূলের দিকে হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপটি দক্ষিণবঙ্গের দিকে না-আসায় এর প্রভাব এদিকে তেমন পড়বে না বলেই মনে করেন আবহাওয়াবিদরা।
  • Link to this news (বর্তমান)