• আজ বাংলা বন্‌঩ধে বাস, ট্যাক্সি স্বাভাবিকই থাকবে, বার্তা মন্ত্রীর
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্‌঩ধে আজ বুধবার রাজ্যজুড়ে গণপরিবহণ স্বাভাবিক থাকবে। মঙ্গলবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আত্মবিশ্বাসের সঙ্গে এমনই দাবি করেছেন। তিনি বলেন, সরকারি পরিবহণ সংস্থাগুলির সর্বাধিক বাস আজ রাস্তায় নামবে। পাশাপাশি বেসরকারি বাস-মিনিবাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাব, অটো রিকশ-সহ সমস্ত পরিবহণ মাধ্যম সচল থাকবে বলেও জানিয়েছেন জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক। তাঁর কথায়, বন্‌঩ধকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। রাজ্যের উন্নয়নের গতিতে স্তব্ধ করতে বিজেপি এই কর্মনাশা বন্‌঩ধ ডেকেছে বলেও অভিযোগ করেন পরিবহণমন্ত্রী। যাত্রীদের উদ্দেশে মন্ত্রীর আবেদন, সড়ক পথে সমস্ত ধরনের যানবাহন থাকবে। আজ সবাই নিশ্চিন্তে নিজ নিজ কাজে যান।

    মন্ত্রী আরও জানান, এদিন বেসরকারি গাড়ির উপর হামলা হলে সরকার ক্ষতিপূরণ দেবে। আম জনতার সুবিধার কথা মাথায় রেখেই পরিবহণ দপ্তর নিজস্ব সংস্থাগুলির অফিসে বিশেষ কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিয়েছে। আজ প্রতিটির জন্য বিশেষ হেল্পলাইন নম্বরও চালু রাখা হবে। অন্যদিকে, আজ, ২৮ আগস্ট ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে প্রতিবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মেয়ো রোডে দলের ছাত্র শাখার এই কর্মসূচিতে হাজির থাকেন। এবারও শাসক দলের এই রাজনৈতিক সংগঠনের জন্য আগে থেকেই অসংখ্য বেসরকারি বাস-মিনিবাস ভাড়া নিয়ে রেখেছে তৃণমূল ছাত্র পরিষদ। পাশাপাশি বাংলা বন্‌঩ধে আইনশৃঙ্খলা বজায় রাখতে এদিন সন্ধ্যা থেকেই কলকাতা পুলিস বহু বেসরকারি বাস হুকুম দখল করতে শুরু করে। স্বভাবতই, সাধারণ মানুষের যাতায়াতের জন্য আজ রাস্তায় বেসরকারি বাস আদৌ কত থাকে, তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের পরিবহণ কর্তাদেরই একাংশ।
  • Link to this news (বর্তমান)