• জাতীয় পতাকার অবমাননা, আইনি পদক্ষেপ করবে রাজ্য
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাত্র সমাজের ডাকা মঙ্গলবারের নবান্ন অভিযানে একাধিক জায়গায় জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। এর বিরুদ্ধে রাজ্য আইনি পদক্ষেপ করবে বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ-এর ব্যানারে ডাকা নবান্ন অভিযানে এদিন পুলিসকে আক্রমণ, হাঙ্গামা, সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনায় কলকাতার আলিপুর, হেস্টিংস, ময়দান, মুচিপাড়া, হেয়ার স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, বড়বাজার, নর্থ পোর্ট, জোড়াসাঁকো থানায় জামিন অযোগ্য একাধিক ধারায় ১১টি এফআইআর করা হয়েছে। লালবাজার জানিয়েছে, শুধু কলকাতায় ১৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন কলকাতা পুলিসের ২৫ জন কর্মী জখম হয়েছেন।

    তাৎপর্যপূর্ণ বিষয় হল, পশ্চিমবঙ্গ মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার আইনের ৯ নম্বর ধারায় তথাকথিত ছাত্র সমাজের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই আইনের বিশেষত্ব হল, এতে কেউ দোষী প্রমাণিত হলে ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি সম্পত্তির টাকা দোষী সাব্যস্ত আন্দোলনকারীদের থেকে আদায় করা যাবে।
  • Link to this news (বর্তমান)