• রেশন দুর্নীতি মামলায় জামিন বাকিবুর সহ তিনজনের
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা বনগাঁ: রেশন দুর্নীতি মামলায় তথ্যপ্রমাণ দিতে ব্যর্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযুক্তরা বিপুল পরিমাণ টাকা রোজগার করেছেন এমন নথি তারা তুলে ধরতে পারেনি। আদালত বারবার এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য চাইলেও বারবার তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে এজেন্সি। শেষ পর্যন্ত রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক (বালু) ঘনিষ্ঠ বাকিবুর রহমান, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য ও বিশ্বজিৎ দাসকে মঙ্গলবার জামিন দিল ব্যাঙ্কশালের ইডি আদালত। তবে বেশকিছু শর্ত আরোপ করেছে।  আদালত সূত্রে জানা যাচ্ছে, বাকিবুরের রাইস মিলে সরকারি ধান এলেও তা চুরি গিয়েছ এমন কোনও তথ্যপ্রমাণ ইডি দেখাতে পারেনি। সেই সঙ্গে কত স্টক ছিল তা উল্লেখ করা হয়নি এজেন্সির তরফে। বিভিন্ন কোম্পানিতে বিপুল পরিমাণ লেনদেনের কথা বলা হলেও সেটি যে রেশন দুর্নীতি করে আসা টাকা তা প্রমাণ করে উঠতে পারেননি তদন্তকারীরা। আর শঙ্করবাবু যে দুর্নীতির টাকা পাচার করেছেন এমন কোনও নথি আদালতের কাছ জমা দিতে পারেনি ইডি। সেই কারণেই অভিযুক্তিদের জামিন দেওয়া হয়েছে। প্রসঙ্গত এই মামলায় প্রথম গ্রেপ্তার হন বাকিবুর রহমান। এরপর ধরা পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। এদিকে শঙ্করের জামিনের খবর বনগাঁয় পৌঁছতেই আনন্দে মেতে উঠেন তাঁর অনুগামীরা।  দুপুর থেকে শুরু হয় বাজি ফাটানো। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁর হয়ে পোস্ট করতে থাকেন শঙ্করের ঘনিষ্ঠরা। 
  • Link to this news (বর্তমান)