• আজও কেন্দ্রে পৌঁছনো নিয়ে দুশ্চিন্তা নেট পরীক্ষার্থীদের
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্‌ধের জেরে ফের আতঙ্কে ইউজিসি-নেট পরীক্ষার্থীরা। আজ, বুধবার অর্থনীতি ও অর্থনীতি সংক্রান্ত বিষয়সমূহ, ভুগোল, মিউজিওলজি, পাঞ্জাবি, তামিল প্রভৃতি বিষয়ের নেট পরীক্ষা রয়েছে। মঙ্গলবার নবান্ন অভিযানের দিন পরীক্ষার্থীরা প্রবল সমস্যায় না পড়লেও বুধবার কী অবস্থা হবে, তা নিয়ে চিন্তা বাড়ছে তাঁদের। সর্বত্র গোলমাল না হলেও কিছু কিছু জায়গায় সড়ক বা রেল অবরোধ, গণ পরিবহণে আক্রমণ প্রভৃতির আশঙ্কা রয়েছেই। তাছাড়া এদিন তৃণমূল ছাত্র পরিষদ, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কলকাতার ছাত্র-ছাত্রীরাও আশঙ্কায়। দূরবর্তী ছাত্র-ছাত্রীদের পরিস্থিতি আরও খারাপ। মঙ্গলবার নবান্ন অভিযান কর্মসূচি থাকায় অনেকেই পরীক্ষার আগের দিন শহরে চলে আসেন। বুধবার কীভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছবেন, তা ভাবতে গিয়ে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি শিকেয়। অন্যদিকে বন্‌ধের জেরে মডার্ন হাই, বিবেকানন্দ মিশন এবং রামমোহন মিশন স্কুলের মতো বিদ্যালয়গুলি তাদের পরীক্ষা স্থগিত করেছে। স্কুলও বন্ধ রাখা হবে। এই পথে হাঁটছে আরও বেশ কিছু স্কুল। হাওড়ার বহু স্কুলই বুধবার বন্ধ থাকছে। অনেক বিদ্যালয় অনলাইন ক্লাস করাবে। 
  • Link to this news (বর্তমান)