• দিনেদুপুরে ট্রাফিক পুলিসকে মার, মধ্যমগ্রামে গ্রেপ্তার চার
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ট্রাফিক পুলিসের উপর হামলা চালানোর অভিযোগে গ্রেপ্তার চার। সোমবারে মধ্যমগ্রামের এই ঘটনায় ধৃতদের মঙ্গলবার বারাসত আদালতে তোলা হয়। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম বিজয় দত্ত, শঙ্কর দাস, দেবাশিস প্রধান ও মহম্মদ আজিজ। প্রত্যেকেরই বাড়ি মধ্যমগ্রাম থানায় এলাকায়। বিজয়কে চারদিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস। তাকে জেরা করে এমন ঘটনা ঘটানোর কারণ জানার চেষ্টা চলছে। বাকি তিনজনের জেল হেফাজত হয়েছে।

    জানা গিয়েছে, সোমবার দুপুরে এক যুবক বাইকে করে যাওয়ার সময় মধ্যমগ্রাম চৌমাথায় সিগন্যাল ভাঙেন। ফলে কর্তব্যরত পুলিসকর্মীরা ওই বাইক আরোহীকে আটকান। এই নিয়ে শুরু হয় দু’পক্ষের মধ্যে বচসা। অভিযোগ, তখনই পুলিসের উপর চড়াও হয় বেশ কিছু উত্তেজিত মানুষ। মধ্যমগ্রাম ট্রাফিক গার্ডের কিয়স্ক থেকে দুই পুলিসকর্মীকে টেনে বের করে পেটানো হয় বলেও অভিযোগ। আর এই ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গেরুয়া রঙের একটি গেঞ্জি পড়ে পুলিসের উপর হামলা চালাচ্ছেন এক ব্যক্তি। আর তাঁকে প্রচ্ছন্ন মদত দিচ্ছেন আরও বেশ কয়েকজন। তাঁরাও মাঝেমধ্যে উদ্যোগ নিয়ে পুলিসকে মারধরের মতো পরিস্থিতি তৈরি করছেন। এবিষয়ে পুলিসের এক কর্তা বলেন, কর্তব্য পালন করার সময় পুলিসকে তীব্র হেনস্তা করা হয়েছে। শুধু তাই নয়, দুই পুলিসকর্মীকে মারধরও করেছেন অভিযুক্তরা। এর পিছনে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এদিন যাঁরা এভাবে পুলিসকে মারধর করেছেন, তাঁদের পরিকল্পনাই ছিল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা। তবে, ধৃত বিজয়কে চারদিনের জন্য পুলিসি হেফাজত নেওয়া হয়েছে। তাঁকে জেরা করলে আসল কারণ জানা 

    যাবে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)