• বেহাল রাস্তা পরিদর্শন দেগঙ্গায়, শুক্রবার ফের শুরু সংস্কার কাজ
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ৫০ লক্ষ টাকা দিয়ে মাত্র দেড় কিলোমিটার রাস্তায় পিচ করা হয়। কিন্তু সারাইয়ের একমাসের মধ্যেই বেহাল হয়ে পড়ে ওই রাস্তা। এই বিষয়ে সাধারণ মানুষের ক্ষোভ নিয়ে খবর প্রকাশিত হয় ‘বর্তমান’-এ। তারপরেই নড়েচড়ে বসে জেলা পরিষদ। মঙ্গলবার জেলার ইঞ্জিনিয়াররা দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের ওই রাস্তা পরিদর্শন করেন। রাস্তার সংস্কার শুক্রবার শুরু হবে বলে জানা গিয়েছে।

    দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েতের কালিয়ানি বিল সংলগ্ন পেট্রল পাম্প এলাকা থেকে রামনাথপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের বেশি রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল ছিল। এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ। বর্ষার আগে দু’মাসের মধ্যে এই কাজ শেষ করার জন্য দু’টি ঠিকাদার সংস্থাকে প্রায় ৫০ লক্ষ টাকায় এই রাস্তা সংস্কারের বরাত দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজও শেষ হয়ে যায়। কিন্তু কাজ শেষের কিছুদিন পরেই দেখা যায়, পিচ উঠে যাচ্ছে। এই রাস্তার অবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার এলাকা পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা। এনিয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, বিষয়টি জানার পরেই আমি দপ্তরকে বলি। মঙ্গলবার এলাকা পরিদর্শন করে রিপোর্ট দিতে বলা হয়েছিল। এদিন সেটাই হল। শুক্রবার এই রাস্তার সংস্কার শুরু হবে। আর দুই ঠিকাদারকে ডেকে কারণ দর্শাতে বলা হবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)